সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা দেশে ৩০ জুন মধ্যরাত থেকে চালু হয়েছে পণ্য ও পরিষেবা কর বা জিএসটি। কোন জিনিসের দাম বাড়বে এবং কোন জিনিসের দাম কমবে, সেই নিয়ে এখনও ধন্দে সাধারণ মানুষ। তবে স্মার্টফোনের দাম কমার আভাস কিন্তু ইতিমধ্যে পাওয়া গিয়েছে। কিন্তু এর মধ্যেই মোবাইল প্রস্তুতকারক সংস্থা ‘লেনোভো’ নিজের গ্রাহকদের জন্য নিয়ে এল এক দুর্দান্ত অফার। বাজারে সদ্য এসেছে ‘মোটো সি প্লাস’। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে সেই ফোন। দাম ৬৯৯৯ টাকা। কিন্তু মাত্র ৪৯৯ টাকাতেও পাওয়া যেতে পারে ফোনটি। এর সঙ্গে শুধু অতিরিক্ত ১০০ টাকা দিতে হবে।
কিন্তু কীভাবে একজন গ্রাহক মাত্র ৪৯৯ টাকায় এই ফোনটি পাবেন?
জানা গিয়েছে, পুরনো স্মার্টফোন জমা দিয়ে নতুন এই ফোনটি কিনলে, কোম্পানির তরফ থেকে পাওয়া যাবে বিশেষ ছাড়। ৬৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আর কেউ যদি আগের স্মার্টফোনটি জমা দেওয়ার পর এই ছাড়টি পান, সেক্ষেত্রে মাত্র ৪৯৯ টাকা দিলেই হাতে পাবেন ‘মোটো সি প্লাস’। এছাড়া অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে পাওয়া যাবে ৫ শতাংশ ছাড়। শুধু তাই নয়, রিলায়েন্স জিও ব্যবহার করলে পাওয়া যাবে ৩০ জিবি ৪জি ডেটাও। তবে গ্রাহককে ১০০ টাকা দিতে হবে নিজের পুরনো স্মার্টফোনটি জমা দেওয়ার সময়। সেক্ষেত্রে পুরো দাম দাঁড়াবে মাত্র ৫৯৯ টাকা।
এক নজরে দেখে নেওয়া যাক কী কী ফিচার্স রয়েছে ‘মোটো সি প্লাস’?
১. অ্যান্ড্রয়েড N
২. ৫ ইঞ্চি ডিসপ্লে (৭২০X১২৮০ পিক্সেল)
৩. ২ জিবি ব়্যাম
৪. ১.৩ গিগাহার্ৎজ মিডিয়া টেক কোর্য়াডকোর প্রসেসর।
৫. ১৬ জিবি ইন্টারনাল মেমোরি।
৬. ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
৭. ৪০০০ mAh ব্যাটারি।
৮. 4G VoLTE পরিষেবা যুক্ত এই ফোনটির ওজন ১৬২ গ্রাম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.