Advertisement
Advertisement

Breaking News

মাইক্রোসফটের হাত ধরেই ফের বাজারে নোকিয়া

আনুমানিক ২৫০০ টাকা হবে ভারতীয় মূল্যে এর দাম৷

Microsoft to release new Nokia phone
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 23, 2016 7:00 pm
  • Updated:September 23, 2016 8:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজারে বেশ অনেকদিন ধরেই নোকিয়া’র উপস্থিতি সেভাবে সাড়া ফেলেনি৷ মাইক্রোসফট সম্প্রতি জানিয়েছিল, তাদের ফিচার ফোনের ব্যবসা এফআইএইচ সংস্থার হাতে তুলে দেবে৷ কিন্তু হঠাৎ ২০ সেপ্টেম্বর তারা জানায় নতুন নোকিয়া ফিচার ফোন নিয়ে আসছেন তারা৷

সংস্থার পক্ষ থেকে এই ঘোষণা করার পর নোকিয়া ব্যবহারকারী ক্রেতারাও বেশ উৎসাহিত৷ সূত্রের খবর, এখনও ফিচার ফোনের ব্যবসা সংস্থার আয়ের বেশ খানিকটা ধরে রেখেছে৷ ফলে আবার বাজারে নোকিয়ার ফিচার ফোন ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিল সংস্থা৷

Advertisement

এই নতুন ফোন Nokia216 ভারতের বাজারে চলে আসবে আগামী মাসেই৷ ভারতীয় মূল্যে এর দাম হবে আনুমানিক ২৫০০ টাকা৷

কিন্তু নতুনত্ব কী থাকছে এই ফোনে?

Nokia 216 নামের এই ফোনে পাওয়া যাবে ২.৪ ইঞ্চি QVGA ডিসপ্লে৷ এর ফলে পুরনো ফোনের থেকে এই ফোনের ডিসপ্লে কোয়ালিটি হবে অনেকটাই ভাল৷ এছাড়া ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরাও থাকছে ফোনে৷  বহু ফিচারস সমৃদ্ধ না হলেও বাজারদর অনুযায়ী এই ফোন ক্রেতাদের আকৃষ্ট করতে পারবে বলেই মনে করছে সংস্থা৷

বছরের শুরুতে মনে করা হচ্ছিল এই বছরের শেষের দিকেই ‘validity’ খোয়াবে লুমিয়া৷ কিন্তু সম্প্রতি এই ফিচার ফোন বাজারে আসায় ফের আশায় বুক বাঁধছেন লুমিয়াভক্তরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement