Advertisement
Advertisement

বাজারে এল মাইক্রোম্যাক্সের মিউজিক স্মার্টফোন Canvas Fire 5

সঙ্গে পাবেন 'গানা মিউজিক সার্ভিস'-এর ছ'মাসের ফ্রি সাবস্ক্রিপশন৷

Micromax launches Canvas Fire 5 smartphone
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 22, 2016 8:24 pm
  • Updated:June 11, 2018 2:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় বাজারে বুধবার আত্মপ্রকাশ করল মাইক্রোম্যাক্সের মিউজিক স্মার্টফোন ক্যানভাস ফায়ার ৫৷ মাইক্রোম্যাক্সের যে কোনও অফলাইন স্টোর থেকে নয়া স্মার্টফোনটি কেনা যাবে৷ দামও বেশ সস্তা৷

এই ফোনে রয়েছে ১.৩ গিগাহার্ৎজ কোয়াড কোর মিডিয়াটেক প্রসেসর, সঙ্গে ১ জিবি র‍্যাম৷ ১৬ জিবির ইনবিল্ট স্টোরেজ, এসডি কার্ডের সাহায্যে ৬৪ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল৷ ৫.৫ ইঞ্চির আইপিএস এইচডি ডিসপ্লে, রিয়ার ক্যামেরা ৮ এমপি ও ফ্রন্ট ক্যামেরা ৫ এমপি-র৷ ২৫০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েডের সর্বশেষ মার্শমেলো আপডেট৷

Advertisement

সংস্থার তরফে এই ফোনকে বলা হচ্ছে আপনার সেরা ‘মিউজিক বাডি’৷ এই ফোনে রয়েছে দুটি ফ্রন্ট স্পিকার, ‘অরা থ্রিডি সাউন্ড টেকনোলজি’ সাপোর্টেড৷ সঙ্গে পাবেন ‘গানা মিউজিক সার্ভিস’-এর ছ’মাসের ফ্রি সাবস্ক্রিপশন৷ ফোনটির দাম ৬,১৯৯ টাকা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement