Advertisement
Advertisement

Breaking News

আরও সস্তায় 4G ফোন আনল মাইক্রোম্যাক্স

এত সস্তায় এত ফিচারস আগে পেয়েছেন কি? মিলিয়ে দেখুন তো।

Micromax Canvas Juice 4G phone
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 12, 2016 9:15 pm
  • Updated:November 12, 2016 9:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকা ট্যাঁকে এখন কম থাকতেই পারে, তবে এই সুযোগ ছাড়বেন না। মাত্র ৫,৯৯৯ টাকায় মাইক্রোম্যাক্স নিয়ে এল নতুন 4G স্মার্টফোন। নাম মাইক্রোম্যাক্স ক্যানভাস Juice 4G।

নতুন এই ফোনে থাকছে ৫ ইঞ্চি ডিসপ্লে স্ক্রিন। ১.০ GHz কোয়ার্ড কোর প্রসেসর। অ্যান্ড্রয়েড v 5.1 ললিপপ ভার্সানের এই স্মার্টফোনে রয়েছে আরও অনেক আকর্ষণীয় ফিচার। যেমন –

Advertisement
  • ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল
  • ইন্টারনাল মেমোরি ৮ জিবি
  • ২ জিবি ক্ষমতাসম্পন্ন ব়্যাম
  • আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এক বছরের ম্যানুফ্যাকচারার ওয়াব়্যান্টি।

একই স্মার্টফোনে এত ফিচার শুধুমাত্র ৫,৯৯৯ টাকায়। ক্যাশলেস অপশনে গেলে ৫% অফও পেতে পারেন। রয়েছে ইএমআই-এর সুবিধাও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement