সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (Corona Virus) সংক্রমণ রুখতে দেশ জুড়ে জারি লকডাউন। আর লকডাউনের কারণে প্রশাসনের নির্দেশে আগেই অর্ডার নেওয়া বন্ধ করেছিল ই-কর্মাস সংস্থা Flipkart। কিন্তু টানা লকডাউনের খাদ্যসামগ্রীর অভাব দেখা দেওয়ায় বিশেষ কিছু পরিষেবা চালু করেছে এই সংস্থা। পাশাপাশি আরও দ্রুত জরুরি পণ্য গ্রাহকদের হাতে পৌঁছে দিতে Meru Cabs-এর সঙ্গে গাঁটছড়া বাঁধল Flipkart।
দুই সংস্থার তরফে জানানো হয়েছে, মূলত দ্রুত প্রয়োজনীয় খাদ্যসামগ্রী গ্রাহকদের হাতে তুলে দিতেই একসঙ্গে কাজের সিদ্ধান্ত। সূত্রের খবর, আপাতত হায়দরাবাদ, বেঙ্গালুরু ও দিল্লির কিছু জায়গায় চালু হয়েছে এই পরিষেবা। পরবর্তীতে অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। জানা গিয়েছে, পরিষেবা চালু করার পাশাপাশি ক্রেতা-বিক্রেতা উভয়ের নিরাপত্তার স্বার্থে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। যেমন, পণ্য সরবরাহের সময় ডেভিভারি বয় থেকে গাড়ি চালক প্রত্যেকেরই মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। ব্যবহার করতে হবে স্যানিটাইজারও। পাশাপাশি, গাড়িগুলিকেও নিয়ম মেনে স্যানিটাইজ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে সংস্থার তরফে।
Flipkart-এর তরফে বলা হয়েছে, শুধু পরিচ্ছন্নতাই নয়, গ্রাহকরা যাতে দ্রুত প্রয়োজনীয় সামগ্রী হাতে পান সেই কারণে গাড়ির চালকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি, সবসময় নজরে রাখা হচ্ছে যাতে কোনওভাবেই কোনও কর্মী প্রশাসনের গাইডলাইন লঙ্ঘন না করেন।
Meru partners with @Flipkart for doorstep-delivery of essential supplies during the nationwide lockdown.#Meru #Flipkart #covid19impact #indiafightsback #covid19lockdown #coronavirusupdates #ecommerce #onlineshopping #groceryshopping #onlinegrocery https://t.co/ssOenZNyJc
— Meru (@MeruCabs) April 29, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.