Advertisement
Advertisement

ফেসবুকে এবার আপলোড করুন ৩৬০ ডিগ্রি ছবি!

কয়েক মাস আগেই ফেসবুকে ৩৬০ ডিগ্রি ভিডিও আপলোড করার ব্যবস্থা করা হয়েছে৷ এবার যে কেউ ৩৬০ ডিগ্রি ছবিও আপলোড করতে পারেন৷ বিয়ে বাড়ি, জন্মদিন, সাজগোজ, ঘুরতে যাওয়া, রি-ইউনিয়ন - যা অনুষ্ঠানই থাকুক না কেন বা অকারণেই, ফেসবুকে ছবি আপলোড না করলে যুবপ্রজন্মের রাতে ঘুমই আসে না! সেই ছবিই এবার থেকে জীবন্ত মনে হবে ফেসবুকে৷

Mark Zuckerberg launches 360-degree photo update for Facebook
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 10, 2016 4:52 pm
  • Updated:June 12, 2018 3:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেসবুক যাতে কোনওভাবেই ইউজারদের কাছে একঘেয়ে না হয়ে যায়, সে দিকে সবসময় নজর রাখেন মার্ক জুকারবার্গ৷ কখনও ‘লাইক’ বাটনের সঙ্গে আরও কিছু ইমোজি যোগ করে ইউজারদের মনের ভাব প্রকাশ করতে সুবিধা করে দেন, তো কখনও আবার ইউজারদের ছবি বেছে তৈরি করে দেন সুন্দর অ্যালবাম৷ এবার জনপ্রিয় এই সোশ্যাল সাইটে আরও একটি অভিনব ফিচার যুক্ত হল৷
কয়েক মাস আগেই ফেসবুকে ৩৬০ ডিগ্রি ভিডিও আপলোড করার ব্যবস্থা করা হয়েছে৷ এবার যে কেউ ৩৬০ ডিগ্রি ছবিও আপলোড করতে পারেন৷
বিয়ে বাড়ি, জন্মদিন, সাজগোজ, ঘুরতে যাওয়া, রি-ইউনিয়ন – যা অনুষ্ঠানই থাকুক না কেন বা অকারণেই, ফেসবুকে ছবি আপলোড না করলে যুবপ্রজন্মের রাতে ঘুমই আসে না! সেই ছবিই এবার থেকে জীবন্ত মনে হবে ফেসবুকে৷

কারণ ৩৬০ ডিগ্রি ছবির মজা হল, একবারে যেটুকু দেখা যাচ্ছে, সেখানেই ছবিটা শেষ হয়ে যায় না৷ মাউস ক্লিক করে ছবির উপর ঘোরাতে থাকলে ছবিটিও ঘুরতে থাকে৷ অথবা আপনার স্মার্টফোনটিকে উপর-নিচে করলে ৩৬০ ডিগ্রি ভিউ পাবেন৷ যেমন ধরুন কোনও পাহাড়ের সামনে দাঁড়িয়ে আপনি ৩৬০ ডিগ্রি ছবি তুলেছেন৷ পাহাড়ের চূড়া থেকে নিচের খাদ পর্যন্ত সবই দেখা যাবে একটি ছবিতে৷ যিনি দেখছেন, তিনি অনুভব করতে পারবেন, তিনিও যেন সেই জায়গাতেই পৌঁছে গিয়েছেন৷ অর্থাৎ ফেসবুকে ছবি পোস্ট করার মজা যে আরও কয়েকগুণ বেড়ে গেল, তা আর আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই৷
ভাবছেন তো কীভাবে ৩৬০ ডিগ্রি ছবি তুলবেন? খুব সহজ৷ স্মার্টফোনের ক্যামেরার সেটিংসে প্যানোরমা অপশন পেয়ে যাবেন৷ সেটি অ্যাকটিভেট করে নিলেই এই ধরনের ছবি তোলা সম্ভব৷ আর নয়তো মোবাইলে ৩৬০ ক্যামেরা অ্যাপ ডাউনলোড করে নিন৷ ব্যস! তারপরই ইচ্ছে মতো ছবি আপলোড করে বন্ধুদের চমকে দিন! এরই পাশাপাশি এবার থেকে ফেসবুকে ভিডিও কমেন্টও করা যাবে৷

Advertisement

ফেসবুক কর্তা জুকারবার্গ নিজেই একটি ৩৬০ ছবি পোস্ট করেছেন৷ দেখে নিন সেই ছবি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement