Advertisement
Advertisement

Breaking News

সস্তায় নয়া ৪জি স্মার্টফোন আনল রিলায়েন্স

আন্দাজ করতে পারেন, এত ফিচার যুক্ত স্মার্টফোনটির দাম কত হতে পারে?

Lyf Wind 7i launched in India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 18, 2016 5:51 pm
  • Updated:November 18, 2016 5:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সস্তায় ৪জি VoLTE যুক্ত লাইফ সিরিজের স্মার্টফোন বাজারে এনে তাক লাগিয়ে দিয়েছিল রিলায়েন্স৷ বুধবার ফের একগুচ্ছ ফিচার-সহ নয়া স্মার্টফোন আনল রিলায়েন্স ডিজিটাল৷ তাও আবার জলের দামে৷ নাম Lyf Wind 7i৷ চলতি বছর আগস্টে বাজারে এসেছিল Wind 7৷ তারই আপগ্রেডেড ভার্সন হল এই নয়া মডেল৷ একনজরে দেখে নেওয়া যাক এই হ্যান্ডসেটের ফিচারগুলি৷

  • অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো ভার্সনের মডেলটি 1.3GHz কোয়াডকোর প্রসেসর যুক্ত৷
  • ৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে যুক্ত হ্যান্ডসেটটির ব়্যাম 1GB৷
  • মডেলটির ইন্টারনাল স্টোরেজ ৮জিবি৷ ১২৮ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করবে৷
  • Wind 7i-র রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেল এবং সেলফি তোলার জন্য থাকছে ৫ এমপি-র ফ্রন্ট ক্যামেরা৷ রিয়ার ক্যামেরায় রয়েছে এলইডি ফ্ল্যাশও৷
  • এছাড়া রয়েছে লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সরের মতো ফিচারগুলিও৷
  • 2250mAh ব্যাটারি যুক্ত মডেলটিতে একবার চার্জ করলেই অনায়াসে ৯ ঘণ্টা কথা বলতে পারবেন৷

কালো এবং নীল এই দুই রঙে মিলবে লাইফের নয়া মডেল৷ আন্দাজ করতে পারেন, এত ফিচার যুক্ত স্মার্টফোনটির দাম কত হতে পারে? আপনার ধারণা থেকেও খানিকটা কম৷ মাত্র ৫,৭৯৯ টাকার বিনিময়ে পেয়ে যাবেন এই ঝকঝকে মডেল৷ বাকিরা কিনে ফেলার আগেই amazon.com-এ অর্ডার দিয়ে দিন৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement