Advertisement
Advertisement

ফোনের চার্জ কম? হ্যাকিং থেকে সাবধান!

সময় এসেছে সচেতন হওয়ার! হ্যাকিংয়ের হাত থেকে!

Low Battery On Smartphone, Laptop? Baware Of Hacking!
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 4, 2016 9:34 pm
  • Updated:June 11, 2018 4:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্মার্টফোনের চার্জ যখন কমে আসে, তখন আপনি কী করেন? অথবা যদি চার্জ কমে আসে ল্যাপটপের?
আমি-আপনি সবাই এক্ষেত্রে ফোন বা ল্যাপটপটাকে চার্জে বসাই! নিদেনপক্ষে ফোনটাকে রাখি ব্যাটারি সেভিং মোড-এ।
এবার এই সব কাজের পাশাপাশি আরও একটা কাজ করার সময় এসেছে। সচেতন হওয়ার! হ্যাকিংয়ের হাত থেকে!
প্রিন্সটন ইউনিভার্সিটির সাম্প্রতিক সমীক্ষা বলছে, যখন ফোনের চার্জ কমে আসে, তখন সতর্ক হওয়া উচিত। কেন না, যখন ফোনের চার্জ কমে আসে, তখন আমাদের কাছে একটা মেসেজ আসে। সাধারণত সেই মেসেজ বলে দেয়, আমাদের ফোনে কত শতাংশ চার্জ আর পড়ে আছে! সেই মতো কতক্ষণের মধ্যে ফোনটাকে চার্জে বসালে ভাল হয়।
মানে, কোনও একটা ওয়েবসাইট এক্ষেত্রে আমার-আপনার ফোনের উপর নজরদারি চালাচ্ছে। সেই জন্যই তারা ফোনের চার্জ-সংক্রান্ত এই পরিসংখ্যান তুলে দিতে পারছে আমাদের হাতে। যেটা কি না আখেরে উপকারই করছে আমাদের।
কিন্তু, এই তথ্য বের করার পাশাপাশি সেটাকে বাজে কাজেও ব্যবহার করা যায়। কেউ চাইলে সহজেই ফোনের যাবতীয় তথ্যের নাগাল পেতে পারে। সেই মতো ফোনটাকে হ্যাক করা কোনও ব্যাপারই নয়। একই ব্যাপার ঘটতে পারে ল্যাপটপের ক্ষেত্রেও।
তবে, ঠিক কী ভাবে ফোনের চার্জ-সংক্রান্ত এই সব তথ্য হ্যাকিংয়ের কাজে লাগে, তা এখনও পুরোপুরি নির্ধারণ করে উঠতে পারেনি প্রিন্সটন ইউনিভার্সিটির গবেষক দল। এই নিয়ে আপাতত তাদের গবেষণা চলছে।
সেই তথ্য তাঁরা যখন জানাবেন, জানিয়ে দেওয়া হবে আপনাদেরও!

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement