Advertisement
Advertisement

Breaking News

সাবেকি না ফিউশন? জেনে নিন বিয়েবাড়িতে কোন সাজে হয়ে উঠবেন অনন্যা

বিয়েবাড়ি যাওয়ার আগে এই প্রতিবেদনটি অবশ্যই পড়ুন৷

Look your best with fusion wear
Published by: Sayani Sen
  • Posted:November 28, 2018 8:22 pm
  • Updated:November 28, 2018 8:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডার বলছে, নভেম্বর প্রায় শেষ হয়ে গিয়েছে৷ আর তার সঙ্গেই পাল্লা দিয়ে চলছে বিয়ের মরশুম৷ এছাড়াও শীতকাল মানেই পার্টি৷ নিশ্চয়ই, আপনার কোনও না কোনও বিয়েবাড়িতে নিমন্ত্রণ রয়েছে৷ ভাবছেন তো কীভাবে সাজবেন? কম করে শ’খানেকবার নিশ্চয়ই মনে মনে ভেবেছেন শাড়িতে আপনাকে কেমন লাগে? আবার কখনও কখনও ভেবেছেন শাড়ি মানে একইরকম৷ তাই চেনা ছক ভেঙে বেরিয়ে হালফ্যাশনের ট্রেন্ডি পোশাকেই নিজেকে সাজিয়ে তুলবেন৷ চেনা গতে বাঁধা শাড়ি, কুর্তি কিংবা সালোয়ার না এবার আপনার পার্টি বা বিয়েবাড়ির সাজ হোক একটু অন্যরকম৷ ভিড়ের মাঝে নিজেকে একটু আলাদা করে তুলতে একগুচ্ছ টিপস রইল আপনার জন্য৷

[শীত আসছে, জানেন কোন পোশাক এবার ফ্যাশনে ইন?]

বিয়েবাড়ির রাত হোক কিংবা পার্টিতে যাওয়ার আগে আলমারির সামনে বসে সময় নষ্ট করি আমরা সবাই৷ অনেক ভেবেচিন্তে একটি কুর্তি আপনি বাছলেন৷ কিন্তু ভাবুন তো, অফিস থেকে বাড়ির কাজ সারাবছর হয় জিনস আর নয় তো কুর্তিই তো ভরসা আপনার৷ তাহলে, বিয়েবাড়িতে ওই একই সাজে গেলে কি আর আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারবেন? তাই কুর্তি পরলেও, সাজ চাই একেবারে অন্যরকম৷ কুর্তি বাছুন সিল্ক জাতীয়৷ হালফ্যাশনের পালাজোর সঙ্গে তা পরে ফেলুন৷ কুর্তি যতই হালকা হোক তার সঙ্গে মানানসই গয়নাগাটিতে হয়ে উঠুন অনন্যা৷  

Advertisement

[বিয়ের সাজ মাটি করতে না চাইলে লেহেঙ্গা কেনার আগে এগুলি খেয়াল রাখুন]

Kurti

সাবেকি সাজে আপনি কি ক্লান্ত? এবার একটু অন্যরকম সাজে হয়ে উঠতে চান অনন্যা? তবে চোখ বন্ধ করে ভরসা রাখুন ওয়ান-পিসের উপর৷ ফ্যাশনের দুনিয়ায় এটিই এখন ট্রেন্ড৷ সঙ্গে পায়ে থাক হাই-হিলের জুতো এবং মানানসই কানের দুল৷

[ওয়্যাক্সিং নাকি শেভিং? ত্বকের জন্য কোনটা ভাল?]

বিয়েবাড়ির সাজ আবার শাড়ি ছাড়া ভাবতে পারেননা অনেকেই৷ ভাবুন তো, একঘেয়ে শাড়িকেই যদি দেওয়া যায় নয়া লুক৷ তাহলে, মন্দ হবে? তাই শাড়ির সঙ্গে সেই একইরকম ব্লাউজের কথা ভুলে যান৷ বরং কুর্তি কিংবা কোনও টপের সঙ্গে পরে ফেলুন শাড়ি৷ সঙ্গে মানানসই গয়নাগাটি পরতে ভুলবেন না যেন! আর এভাবেই হয়ে উঠুন ভিড়ের মাঝেই অনন্যা৷

Saree

[এক কোয়া রসুনেই ধরে রাখুন যৌবন]

বিয়েবাড়িতে সেজে ওঠার জন্য লেহেঙ্গাকে বেছে নেন অনেকেই৷ সাবেকি সাজ ছেড়ে একটু অন্যরকম হয়ে ওঠার জন্য শার্টের সঙ্গে পরতে পারেন লেহেঙ্গা৷ একপাশে ঝুলিয়ে নিন ওড়না৷ দেখবেন এই সাজেই হয়তো আপনি কেড়ে নিতে পারেন শত পুরুষের মন৷

Lehenga

উজ্জ্বল রঙের যেকোনও সালোয়ারকেও বেছে নিতে পারেন৷ হার কিংবা কানের দুল সবেতেই থাক সোনালি রঙের ছোঁয়া৷ মানানসই জুতো পরতেও ভুলবেন না যেন!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement