Advertisement
Advertisement

Breaking News

জানেন কি, লিপস্টিকের রঙেই লুকিয়ে আপনার ব্যক্তিত্ব?

কোন রংয়ের লিপস্টিক পছন্দ আপনার?

Lipstick can predict your personality
Published by: Sayani Sen
  • Posted:February 1, 2019 5:29 pm
  • Updated:February 1, 2019 5:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিপস্টিক ভালবাসেন না, এমন মহিলা খুব কমই রয়েছেন৷ পোশাকের সঙ্গে মানানসই লিপস্টিক ব্যবহার করেন অনেকেই৷ ফ্যাশনিয়েস্তাদের মধ্যে অনেকেই ভাবেন নিজেকে অন্যের কাছে আকর্ষণীয় করে তোলা ছাড়া লিপস্টিকের নাকি আরও কোনও কার্যকারিতাই নেই৷ আবার কারও কারও মতে, ঠোঁটের যত্নেও নাকি লিপস্টিকের গুরুত্ব রয়েছে৷ কিন্তু জানেন কি লিপস্টিকের রংই বলে দিতে পারে আপনার ব্যক্তিত্ব৷

অফিস হোক কিংবা কোনও অনুষ্ঠান৷ আপনি কি লাল রংয়ের লিপস্টিক পরতে ভালবাসেন? উত্তর যদি হ্যাঁ হয়, তবে আপনি যে সাহসী তা আর নতুন করে কিছুই বলার অপেক্ষা রাখে না৷ বিশেষজ্ঞদের দাবি, যাঁরা লাল রংয়ের লিপস্টিক পরতে পছন্দ করেন তাঁরা স্বাধীনচেতা হন৷ এছাড়াও অন্যান্যদের তুলনায় অনেক বেশি উদ্যমী হন তাঁরা৷ লাল রংয়ের লিপস্টিক পরা মহিলা নাকি পুরুষ মনে বেশি দোলা পারেন।

Advertisement

Red Lipstick

[শীতের মরশুমে রূপচর্চায় গুড়ের জাদু আপনাকে অবাক করবে]

আপনি কি কারও কঠিন কথা একেবারেই মেনে নিতে পারেন না? বকাঝকা শুনলেই আপনার চোখে জল চলে আসে? তবে বিশেষজ্ঞদের দাবি, আপনার নাকি গোলাপি রংয়ের লিপস্টিকই বেশি মন টানে৷ এই রংয়ের লিপস্টিকপ্রেমীরা নাকি অনেকের তুলনায় বেশি মিষ্টিও হন৷ 

Pink lipstick

[বিয়ের কনেকে সাজান আধুনিক মেকআপে]

সমাজের উলটো স্রোতে হাঁটতে ভালবাসা মহিলার অভাব নেই৷ বিশেষজ্ঞদের দাবি, ওই মহিলারাই নাকি বাদামি রংয়ের লিপস্টিকে ঠোঁট রাঙাতে চান৷ যেকোনও বিষয়ে চ্যালেঞ্জ নেওয়ার সাহসিকতাও রয়েছে তাঁদের৷ 

BROWN LIPSTICK

ন্যুড শেডের লিপস্টিক যাঁরা পরতে পছন্দ করেন, তাঁরা অত্যন্ত শান্তিপ্রিয়৷ বিশেষজ্ঞদের মতে, তাঁরা নিজের সৌন্দর্য নিয়েও যথেষ্ট সচেতন৷

NUDE

[মেক-আপ ছাড়াই হয়ে উঠুন মোহময়ী, জেনে নিন কীভাবে]

সচরাচর কেউই কালো রংয়ের লিপস্টিক পরেন না৷ কিন্তু যাঁরা একটু অন্য রংয়ের লিপস্টিক পরেন, তাঁরা যে অত্যন্ত সাহসী তা বলাই বাহুল্য৷ বিশেষজ্ঞদের দাবি, নিজের লক্ষ্যে তাঁরা অবিচল৷ সমাজের কোনও বাধা গতে তাঁদের আটকে রাখা সম্ভব নয়। 

BLACK

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement