Advertisement
Advertisement

সেপ্টেম্বরেই বাজারে আসছে LG V20

কেন বিশ্ব জুড়ে এই ফোন নিয়ে এত আগ্রহ?

LG V20 to Be 'World's First Smartphone With Quad DAC'
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 15, 2016 5:26 pm
  • Updated:June 12, 2018 4:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এলজি ভি১০-এর পর এবার আন্তর্জাতিক বাজারে ভি২০ মডেল নিয়ে আসছে দক্ষিণ কোরীয় সংস্থা এলজি৷ এই ফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, এর ৩২ বিট হাই ফাই কোয়াড ডিএসি প্রযুক্তি৷ একজন ইউজারের গান শোনার অভিজ্ঞতাকে আমূল বদলে দেবে এই নয়া ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, দাবি সংস্থার৷

অ্যান্ড্রয়েডের সর্বশেষ অপারেটিং সিস্টেম (ওএস) এন চালিত এই নতুন স্মার্টফোনটি বাজারে আসতে পারে আসন্ন সেপ্টেম্বরে৷ এটিই হবে সংস্থার অ্যান্ড্রয়েড ৭.০ আপডেট বিশিষ্ট প্রথম স্মার্টফোন। ৫.৭ ইঞ্চি এইচডি ডিসপ্লে-র এই ফোনের রেজোলিউশন ১৪৪০x২৫৬০ পিক্সেল। কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর চালিত এই ফোনে থাকবে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। ছবি তোলার জন্য রিয়ার ক্যামেরা হতে পারে ১৬ মেগাপিক্সেলের। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে থাকবে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ডিভাইসটির দাম এখনও জানা যায়নি।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement