Advertisement
Advertisement

Breaking News

মাত্র ১,৪৯৯ টাকায় কিনতে চান Lenovo Vibe K5 Plus?

ডুয়াল সিমের এই স্মার্টফোনে মিলবে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ আপডেট-সহ৷

Lenovo Vibe K5 Plus available for as low as Rs 1,499 
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 8, 2016 5:01 pm
  • Updated:June 11, 2018 3:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কয়েকদিন ধরে একটা নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন? তাহলে আর দেরি না করে কিনে ফেলুন লেনোভো ভাইব কে ৫ প্লাস৷ ফ্লিপকার্টে ফোনটির আসল দাম ৮৪৯৯ টাকা হলেও আপনি পেতে পারেন মাত্র ১৪৯৯ টাকায়!

৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লের এই হ্যান্ডসেট সাপোর্টেড বাই অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর৷ সঙ্গে ২ জিবি র‍্যাম৷ ইন্টারনাল মেমোরি ১৬ জিবির, মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এক্সপ্যান্ডেবল ৩২ জিবি পর্যন্ত৷ ডুয়াল সিমের এই স্মার্টফোনে মিলবে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ আপডেট-সহ ১৩ এমপির ক্যামেরা ও ৫ এমপির ফ্রন্ট ক্যামেরা৷ ফোর-জি এলটিই সাপোর্টেড এই ফোনের ব্যাটারি ২৭৫০ এমএএইচ-এর৷ ফ্লিপকার্টে এই ফোন কিনতে পারবেন সহজ এক্সচেঞ্জ অফারে৷ পুরনো ফোন বদলে নতুন এই ফোন পেতে পারেন মাত্র ১৪৯৯ টাকায়! তবে তার জন্য সংস্থার বেশ কয়েকটি শর্তাবলী পূরণ করতে হবে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement