Advertisement
Advertisement

Breaking News

দেশের বাজারে বিক্রি শুরু Lenovo Vibe K5 Note-এর

ফ্লিপকার্টে এক্সক্লুসিভ রিলিজ করেছে মডেলটি৷

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 1, 2016 5:28 pm
  • Updated:June 11, 2018 3:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের বাজারে সোমবার লেনোভো নিয়ে এল তাদের ভাইব সিরিজের সাম্প্রতিকতম মডেল Vibe K5 Note৷ এই স্মার্টফোনের ডিসপ্লে ৫.৫ ইঞ্চির, রেজোলিউশন ১০৮০ পিক্সেল৷ ভাইব কে ফাইভ মডেলটির প্রসেসর ১.৮ গিগাহার্ৎজভ অক্টা-কোর মিডিয়াটেক হেলিও পি১০, সঙ্গে অ্যান্ড্রয়েড মার্শমেলো আপডেট৷

নয়া মডেলটির রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, সঙ্গে ডুয়াল টোন এলইডি ফ্ল্যাশ৷ রয়েছে ১৭৮ ডিগ্রি ওয়াইড ভিউইং অ্যাঙ্গেল৷ এছাড়াও মিলবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আনলক টাইম মাত্র ০.০৩ সেকেন্ড৷ ৩ ও ৪ জিবি র‍্যাম ভেরিয়েন্টের মডেলের বিক্রি শুরু হয়েছে আজ থেকে৷ ফোনটির ব্যাটারিও বেশ শক্তিশালী, ৩৫০০ এমএএইচ৷ দাম শুরু হচ্ছে ১১,৯৯৯ টাকা থেকে৷ ৪ জিবি র‍্যাম ভেরিয়েন্টের মডেলের দাম ১৩,৪৯৯ টাকা৷ ফ্লিপকার্টে এক্সক্লুসিভ রিলিজ করেছে মডেলটি৷ ৯৯৯ টাকা বাড়তি দিলে মিলবে VR bundle৷

Advertisement

vibe-5

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement