Advertisement
Advertisement

Breaking News

ফ্লিপকার্টে লঞ্চ করছে নয়া Lenovo K6 Power

ফিচারস ও দামের নিরিখে এই হ্যান্ডসেটকে টক্কর দেওয়া মুশকিল!

Lenovo K6 Power to be Launched Exclusively on Flipkart
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 26, 2016 7:17 pm
  • Updated:November 26, 2016 7:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লেনোভো তাদের নয়া স্মার্টফোন K6 Power হ্যান্ডসেটটি এক্সক্লুসিভলি লঞ্চ করছে ই-কমার্স সাইট ফ্লিপকার্টে, জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স৷ লেনোভোর সঙ্গে ফ্লিপকার্টের গাঁটছড়া সুবিদিত৷ অতীতেও লেনোভোর বহু হ্যান্ডসেট বাজারে এনেছে ফ্লিপকার্ট৷ আসন্ন ২৯ নভেম্বর নয়াদিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করবে নতুন হ্যান্ডসেটটি৷

লেনোভো মোবাইলের তরফে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, “লেনোভো দেশের প্রথম সারির অনলাইন স্মার্টফোন ব্র্যান্ড৷ যাঁরা অনলাইনে স্মার্টফোন কেনেন, তাঁদের প্রতি চারজনের মধ্যে একজন লেনোভো অথবা মোটোরোলা স্মার্টফোন বেছে নেন৷ জনপ্রিয় ‘কে’ সিরিজের নতুন ফোন আনতে ফ্লিপকার্টের সঙ্গে গাঁটছড়া বেঁধে আমরা আরও একবার বাজারের সেরা হতে চাই৷”

Advertisement

এবার আসা যাক, লেনোভোর নতুন হ্যান্ডসেটটির স্পেসিফিকেশনে৷ ৫ ইঞ্চির ফুল এইচডি-র আইপিএস ডিসপ্লে, রেজোলিউশন ১৯২০x১০৮০ পিক্সেল৷ অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরের সঙ্গে একটি অ্যাড্রিনো ৫০৫ জিপিইউ ক্লাবড৷ ২ জিবি র‍্যামের সঙ্গে ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ও ৩ জিবি র‍্যামের সঙ্গে ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ- দু’রকম ভেরিয়েন্টের হ্যান্ডসেট বাজারে আসছে৷

ক্যামেরার প্রসঙ্গে আসা যাক, ১৬ মেগাপিক্সেল রিয়ার ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অপশন নিয়ে আসছে K6 Power, সঙ্গে রিয়ার ফ্ল্যাশ৷ ৪০০০ এমএএইচ-এর নন-রিমুভেবল ব্যাটারি, ডুয়াল সিম সাপোর্টেড ফোর-জি স্মার্টফোনটির দাম শুরু হচ্ছে ১১,৪৯৯ টাকা থেকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement