Advertisement
Advertisement

Breaking News

এই কোম্পানির ফোন কিনলেই মিলবে স্ক্রিন রিপ্লেসমেন্ট অফার

স্ক্রিনে ক্র্যাক এলে বা ডিসপ্লে ভেঙে গেলে নতুন স্ক্রিনের জন্য ব্যবহারকারীকে কোনও মূল্য দিতে হবে না।

Lava introduces 1year screen replacement offer in festiv season
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 17, 2016 8:48 pm
  • Updated:September 17, 2016 8:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর আগে লাভার ফোন কেনার চিন্তাভাবনা করছেন? তাহলে আপনার জন্য দারুণ সুখবর। আপনার শখের মোবাইলটি হাত থেকে পড়ে গিয়ে স্ক্রিন ভেঙে গেলেও আর আঁতকে ওঠার প্রয়োজন নেই। কারণ স্ক্রিন সারাতে এবার আর গাঁটের কড়ি খরচ করার প্রয়োজন হবে না। কোম্পানি বিনামূল্যে ভাঙা স্ক্রিন পাল্টে দেবে।

পুজোর আগে এমনই আকর্ষণীয় অফার দিচ্ছে লাভা। মোবাইল প্রস্তুতকারক সংস্থার তরফে জানানো হয়েছে, চলতি বছর ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ নভেম্বরের মধ্যে লাভার ফিচার ফোন অথবা স্মার্টফোন কিনলে মিলবে ১ বছরের স্ক্রিন রিপ্লেসমেন্ট অফার। অর্থাৎ স্ক্রিনে ক্র্যাক এলে বা ডিসপ্লে ভেঙে গেলে নতুন স্ক্রিনের জন্য ব্যবহারকারীকে কোনও মূল্য দিতে হবে না। শুধুমাত্র মেরামতির টাকা দিলেই চলবে। ফিচার ফোনের ক্ষেত্রে ১৫০ টাকা ও স্মার্টফোনের ক্ষেত্রে ২৫০ টাকা খরচ করলেই ঝকঝকে ফোন হাতে পেয়ে যাবেন। লাভার সার্ভিস সেন্টারে যাওয়ার সময় অবশ্যই নিজের পরিচয়পত্র ও ফোনের বিলটি সঙ্গে নেবেন।

Advertisement

লাভার সিওও নবীন চাওলা বলেন, “পুজোর আগে এমন অফার নিশ্চিতভাবেই ক্রেতাদের আকর্ষণ করবে। পুজোর আনন্দকে দ্বিগুণ করে তুলতেই এই অফারটি চালু করল কোম্পানি। প্রচুর অর্থ খরচ করে মানুষ ফোন কেনেন। তার উপর স্ক্রিন ড্যামেজ হলে খরচের চিন্তায় মাথায় হাত পড়ে যায়। তাই ক্রেতারা যাতে নিশ্চিন্তে এক বছর ফোনটি ব্যবহার করতে পারেন, সেদিকে আমরা খেয়াল রাখছি।” তবে এই অফারটি লাভার ট্যাবলেট ও ল্যাপটপের উপর প্রযোজ্য নয়। গোটা দেশে লাভার মোট ৯৫০টি সার্ভিস সেন্টারেই এই অফারটি পাবেন ফিচার ও স্মার্টফোন ব্যবহারকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement