Advertisement
Advertisement

Breaking News

পুজোর মরশুমে সস্তায় একগুচ্ছ ফিচার নিয়ে হাজির Lava A97

কত দাম? আপনার আন্দাজের থেকেও কম৷

Lava A97 with VoLTE support launched in India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 29, 2016 9:26 pm
  • Updated:September 29, 2016 9:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহালয়ার প্রাক্কালে ভারতের বাজারে নয়া স্মার্টফোন নিয়ে এল লাভা৷ লাভার A সিরিজের মডেলগুলি ইতিমধ্যেই ক্রেতাদের মন জয় করেছে৷ সেই সিরিজেরই নতুন ফোন Lava A97৷ পুজোর মরশুমে ফের সস্তায় স্মার্টফোন কেনার সুযোগ করে দিল ভারতীয় মোবাইল প্রস্তুতকারক সংস্থাটি৷ কেনার আগে একবার মডেলটির ফিচারে চোখ বুলিয়ে নিন৷

বাজারে 4G-র রমরমার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই হ্যান্ডসেট৷ টিএফটি ডিসপ্লে বিশিষ্ট পাঁচ ইঞ্চির মডেলটিতে 4G LTE সাপোর্ট করবে৷

Advertisement

অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো ভার্সনের ফোনটিতে দু’টি সিম ব্যবহার করা যাবে৷ তবে এতে দু’টি ৪জি সিম একসঙ্গে ব্যবহার করা সম্ভব হবে না৷

এতে VoLTE সাপোর্ট করায় HD ভয়েস কলের সুবিধাও পাবেন ইউজাররা৷

কোয়াডকোর প্রসেসরের মডেলটির ব়্যাম ১জিবি হওয়ায় সমস্ত অ্যাপলিকেশন দ্রুত খুলবে৷ পাশাপাশি এর ইন্টারনাল মেমোরি 8 জিবি৷ ফলে অনায়াসেই ভিডিও, ছবি, গান, সিনেমা স্টোর করে রাখতে পারবেন৷ ৩২ জিবি পর্যন্ত মেমোরি এক্সটেন্ট করার অপশনও রয়েছে৷

এবার জেনে নেওয়া যাক এর ক্যামেরা কোয়ালিটি কেমন৷ সামনে (ফ্রন্ট) ও পিছনে (রিয়ার) দু’দিকেই এলইডি ফ্ল্যাশ যুক্ত পাঁচ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে৷

2350mAh ব্যাটারি যুক্ত মডেলটিতে জিপিআরএস, 3G, এফএম রেডিও, ওয়াই-ফাইয়ের মতো সাধারণ ফিচারগুলি তো রয়েইছে৷

নীল, সোনালী ও ধূসর – এই তিনটি রঙে পাওয়া যাবে Lava A97৷

সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল ফোনটি ১৫ নভেম্বরের মধ্যে কিনে ফেলতে পারলে এক বছরের স্ক্রিন রিপ্লেসমেন্ট অফারটিও পেয়ে যাবেন ক্রেতারা৷ কারণ চলতি মাসেই লাভার তরফে জানানো হয়েছিল, পুজোর কথা মাথায় রেখে দু’মাসের জন্য (১৫ সেপ্টেম্বর থেকে ১৫ নভেম্বর) এই বিশেষ স্ক্রিন রিপ্লেসমেন্ট অফার চালু করেছে কোম্পানি৷ লাভার যে কোনও ফোন কিনলেই অফারটি পাওয়া যাবে৷ Lava A97-এর কত দাম? আপনার আন্দাজের থেকেও কম৷ মাত্র ৫,৯৪৯ টাকা দিলেই হাতে গরম স্মার্টফোনটি আপনার হয়ে যাবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement