Advertisement
Advertisement

লিমিট পেরিয়ে গেলেও কীভাবে হাই স্পিড ডেটা পাবেন Jio-তে?

দৈনিক ১ জিবি ডেটার লিমিট বাড়াবেন কীভাবে?

Know the trick to boost speed of your Reliance Jio connection
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 4, 2017 7:58 pm
  • Updated:January 4, 2017 7:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি রিলায়েন্স জিও ব্যবহার করছেন? যদি করে থাকেন, তাহলে সম্ভবত জিও-র ফ্রি ‘ওয়েলকাম অফার’ ব্যবহার করেন! তাহলে নতুন বছরের পয়লা জানুয়ারি থেকে আপনিও ঢুকে পড়েছেন জিও-র ‘হ্যাপি নিউ ইয়ার’ অফারের তালিকায়৷ গত ৩১ ডিসেম্বর পর্যন্ত জিও ওয়েলকাম অফারে প্রতিদিন ৪ জিবি করে হাই স্পিড ডেটা ব্যবহারের সুযোগ মিলত৷ কিন্তু এবছরের পয়লা জানুয়ারি থেকে জিও ইউজাররা দৈনিক ১ জিবি করে হাই স্পিড ডেটা ব্যবহারের সুযোগ পাচ্ছেন৷ এই অফার মিলবে ৩১ মার্চ পর্যন্ত৷ ১ জিবি ডেটা লিমিট পেরিয়ে গেলে কমে যায় ইন্টারনেট সার্ফিং ও ডাউনলোড স্পিড৷

3G ফোনে কীভাবে ব্যবহার করবেন Reliance Jio সিম?

কিন্তু এই হাই স্পিড ১ জিবি ডেটা লিমিট পেরিয়ে যাওয়ার পরও গ্রাহকদের হাই স্পিড ডেটা সার্ফিং ও ডাউনলোডের সুযোগ নিয়ে এল রিলায়েন্স জিও৷ এক্ষেত্রে গ্রাহকরা ‘বুস্টার’ ব্যবহার করতে পারেন৷ ১ ও ৬ জিবির-দু’টি ডেটা প্যাক বুস্টার এনেছে জিও৷ বিশেষজ্ঞরা বলছেন, এর মাধ্যমে গ্রাহকদের পেমেন্ট করতে উৎসাহ দিতে শুরু করছে জিও৷ কারণ, ৩১ মার্চের পর জিও সম্ভবত আর কোনও ফ্রি পরিষেবা দেবে না৷

কী করে ব্যবহার করবেন বুস্টার প্যাক?

প্রথমে ‘মাই জিও’ অ্যাপ খুলুন৷

ফোন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন৷

মাই জিও অ্যাকাউন্ট খুলুন৷

Reliance Jio-র সব পরিষেবা বিনামূল্যে মিলবে ৩১ মার্চের পরেও!

my-jio-1

‘ইউসেজ’ অপশনে দেখে নিন কত ডেটা খরচ হয়েছে? যদি দেখেন হাই স্পিড ১ জিবি ডেটা ব্যবহার করে ফেলেছেন, তাহলে রিচার্জ অপশন ক্লিক করুন৷ এরপর ‘বুস্টার’ প্যাক কিনুন৷ ক্রেডিট, ডেবিট কার্ড, মাই জিও মানি বা নেট ব্যাঙ্কিং মারফত রিচার্জ করতে পারেন৷ ব্যাস! এরপর আপনি ফের ইচ্ছামতো সার্ফিং ও ডাউনলোড করতে পারেন হাই স্পিডে৷ ১ জিবি ফোর-জি ডেটা বুস্টারের দাম ৫১ টাকা৷ ৬ জিবি ফোর-জি ডেটা প্যাকের দাম ৩০১ টাকা৷

 2আরও পড়ুন:

দেশের মধ্যে সবচেয়ে খারাপ ফোর-জি পরিষেবা দিচ্ছে Jio

কোন কোন হ্যান্ডসেটে মিলবে Reliance Jio 4G পরিষেবা

রিলায়েন্স লাইফ স্মার্টফোনে বিস্ফোরণের তদন্ত করবে সংস্থা

জিও-র ডেটাগিরির চাপে মাশুল কমাচ্ছে এয়ারটেল-ভোডাফোন

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement