Advertisement
Advertisement

Breaking News

হ্যাক হচ্ছে ইনস্টাগ্রাম, কীভাবে সুরক্ষিত রাখবেন আপনার অ্যাকাউন্টটি?

এই চারটি বিষয় মাথায় রাখুন৷

Know how to secure your Instagram account
Published by: Subhamay Mandal
  • Posted:August 17, 2018 7:39 pm
  • Updated:August 17, 2018 7:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর পাঁচজনের মতো সম্প্রতি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিও কি হ্যাক হয়েছে? ইনস্টাগ্রাম খুলেই বুঝেছেন আপনার অ্যাকাউন্ট অন্য কেউ হ্যান্ডেল করেছে? ঘাবড়ানোর কারণ নেই৷ সম্প্রতি বহু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হওয়ার রিপোর্ট জমা পড়েছে৷

এমনও শোনা যাচ্ছে, নিজের অ্যাকাউন্টটি লগ আউট করে পরে লগ ইন করার সময় ব্যবহারকারীরা বুঝতে পারেন তাঁর ইউজার আইডি এবং পাসওয়ার্ড সবই পালটে গিয়েছে৷ হ্যাকাররা নাকি ই-মেল হ্যাক করে এমন কাণ্ড ঘটাচ্ছে৷ মূলত রাশিয়ান ডোমেন থেকেই হ্যাকিং চলছে বলে মনে করা হচ্ছে৷ কারণ ই-মেলের সঙ্গে জুড়ে যাচ্ছে “.ru”৷ রিপোর্টে জানা গিয়েছে, হ্যাক হওয়া অনেক অ্যাকাউন্টেরই টু-ফ্যাক্টর অথেন্টিকেশন প্রক্রিয়া অ্যাকটিভ ছিল না৷ যে কারণে তা হ্যাক করা অনেক সহজ হয়ে গিয়েছে৷ এমন ঘটনায় বেশ চিন্তিত ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা৷ তাঁদের অ্যাকাউন্ট থেকে যে কোনও সময় বিতর্কিত কোনও পোস্ট আপলোড করে দিতে পারে হ্যাকাররা৷ পাশাপাশি ফাঁস হয়ে যাচ্ছে ব্যক্তিগত নানা তথ্যও৷

Advertisement

[রাতে মোবাইলের নেশা আপনার কী ক্ষতি করছে জানেন?]

তবে ইউজারদের আশ্বস্ত করে ইনস্টাগ্রাম জানিয়েছে, অনেকেরই ইনস্টা ব্যবহার করতে সমস্যা হচ্ছে, সে খবর তারা পেয়েছে৷ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে৷ সেই সঙ্গে কীভাবে নিজেদের অ্যাকউন্ট সুরক্ষিত রাখবেন, তা বিস্তারিত জানিয়েছে ফেসবুকের এই অন্যতম সোশ্যাল প্ল্যাটফর্ম৷ কোম্পানির তরফে যদিও অ্যাকাউন্ট হ্যাকের কোনও উল্লেখ করা হয়নি৷ উলটে নিরাপত্তা আঁটসাট করতে ব্যবহারকারীদেরই সতর্ক করা হয়েছে৷ ইনস্টাগ্রামের তরফে বলা হয়েছে-

১. লগ ইন করতে গিয়ে যদি দেখেন ই-মেল বদলে গিয়েছে তাহলে নিজের ইমেল অ্যাকাউন্টে যান৷ সেখানে ইনস্টাগ্রামের তরফে একটি ই-মেল পাবেন৷ ‘মার্কড রিভার্ট দিজ চেঞ্জ’ (marked revert this change) লিংকে ক্লিক করুন৷ সেখান থেকেই ইনস্টাগ্রামের পাসওয়ার্ড বদলে ফেলতে পারবেন৷

২. এছাড়া নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত করতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন৷ কমপক্ষে ছয় অক্ষরের পাসওয়ার্ড দিন৷ আর অবশ্যই অক্ষরের সঙ্গে সংখ্যা ও জ্যোতিচিহ্ন ব্যবহার করুন৷

[ভুলেও এই পাসওয়ার্ডগুলি ব্যবহার করছেন না তো? সাবধান!]

৩. একটি প্ল্যাটফর্মের পাসওয়ার্ড সব সোশ্যাল মিডিয়ায় ব্যবহার না করার পরামর্শও দেওয়া হয়েছে৷ ফেসবুক, টুইটার, লিঙ্কড ইন, ইনস্টাগ্রাম সব প্ল্যাটফর্মের জন্যই ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করা ভাল৷ এতে অ্যাকাউন্ট সুরক্ষিত থাকে৷

৪. ইনস্টাগ্রাম থেকে থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করতেও নিষেধ করা হচ্ছে৷ পাশাপাশি টু-ফ্যাক্টর অথেনটিফিকেশন অপশনটি অন রাখার পরামর্শ দিচ্ছে সংস্থা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement