স্টাফ রিপোর্টার: কলকাতার টুরিস্ট স্পট চেনাবে কলকাতা পুরসভার (KMC) নতুন অ্যাপ। শনিবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) সাজিয়ে তুলেছেন শহরকে। শহরজুড়ে ছড়িয়ে একাধিক দর্শনীয় স্থান। এই আমলেই শহরে গড়ে উঠেছে ইকো পার্ক, ওয়াক্স মিউজিয়াম, বিশ্ববাংলা রেস্তরাঁ, আলিপুর মিউজিয়াম। সেজে উঠেছে প্রিন্সেপ ঘাট, আলিপুর চিড়িয়াখানা। কিন্তু কোন দর্শনীয় স্থান, সপ্তাহের কোন কোন দিন ক’টা থেকে ক’টা পর্যন্ত প্রবেশের অনুমতি জানেন না অনেকেই। সঠিক তথ্যের অভাবে অনেকেই সময়মতো পৌঁছতে পারেন না। প্রবাসী বাঙালিরা জানেন না শহরে নতুন কোন দর্শনীয় স্থান মাথা তুলেছে। এবার কাটতে চলেছে সেই ধোঁয়াশা। ‘মাই কলকাতা’ বলে নতুন একটি মোবাইল অ্যাপ আনতে চলেছে পুরসভা। সেখানে ক্লিক করলেই জানা যাবে, কোন দর্শনীয় স্থান ক’টা থেকে পর্যন্ত খোলা। কোনদিন বন্ধ।
প্রবাসী বাঙালিদের কথা ভেবে ইংরেজি এবং বাংলা – দু’ভাষাই থাকবে নতুন অ্যাপে (New App)। মেয়র পারিষদ (আইটি) সন্দীপন সাহাকে দ্রুত এই অ্যাপ তৈরি করার নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মেয়র জানিয়েছেন, দমদম বিমানবন্দর, কলকাতা স্টেশন, শিয়ালদহ স্টেশনে লাগানো হবে পেল্লাই ব্যানার। সেখানে লেখা থাকবে, ‘শহরের দ্রষ্টব্য স্থান সম্বন্ধে জানতে ডাউনলোড করুন মাই কলকাতা অ্যাপ।’ অ্যানড্রয়েড মোবাইলের প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে নতুন অ্যাপটি।
শনিবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে ফোন করেন এক ব্যক্তি। ১২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা টেনিসন মুখোপাধ্যায় আপ্লুত আলিপুর মিউজিয়াম দেখে। উল্লেখ্য, ২০২২ সালে আলিপুর মিউজিয়াম সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। যেখানে রয়েছে ইতিহাস বিজড়িত অজস্র কাহিনি। মেয়রের কাছে ওই ব্যক্তি অনুরোধ, শহরের নতুন দ্রষ্টব্যগুলি অসাধারণ। প্রবাসী বাঙালি, ভ্রমণ পিপাসুদের কথা ভেবে কলকাতার দ্রষ্টব্য নিয়ে একটা সংকলন তৈরি হোক।
এই প্রস্তাবে খুশি মেয়র। তিনি জানিয়েছেন, দ্রুত একটি অ্যাপ তৈরি করা হবে। মেয়র পারিষদ সন্দীপন সাহা জানিয়েছেন, পুজোর আগেই উদ্বোধন হবে নয়া অ্যাপের। কী থাকবে অ্যাপে? সূত্রের খবর, প্রতিটি দর্শনীয় স্থানের খোলা-বন্ধের সময় ছাড়াও কোন কোন ভাষায় ‘লাইট অ্যান্ড সাউন্ড শো’ হয়, তাও লেখা থাকবে অ্যাপে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.