পুজোর কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ছুটির দিন বা ফাঁক পেলেই বড়দের পাশাপাশি বাড়ির ছোটদেরও শপিং শুরু হয়ে গিয়েছে। দোকানে দোকানে মানুষের যেমন ঢল নামছে, তেমনই অনলাইনে অফারেও দেদার স্টক করা হচ্ছে পুজোর সাজের খুঁটিনাটি।
- পুজোর একদিন যদি ছোটদের ফর্মাল ওয়্যার পরাতে চান, তাহলে স্মার্ট ফিটেড শার্ট ও ট্রাউজার বেছে নিন। কটনের তৈরি আরামদায়ক চিনোস ও ট্রাউজারেও ছোট্ট সোনাকে লাগবে কেতাদুরস্ত।
- দেবীর এবার নৌকায় আগমন। পুজোর ক’দিন বৃষ্টি আর রোদের জোর লড়াই তাই মাস্ট। বাংলার ভ্যাপসা আবহাওয়ায় শার্টের মেটিরিয়াল যাতে সুতির হয়, সেদিকে নজর দিন।
- স্প্রেড কলার, ম্যান্ডারিন কলার, হুডেড বা ব্যান্ড কলার পরাতে পারেন। সঙ্গে স্লিভস যদি ছোট্ট হয়, তা হতে পারে আপটার্নড। লম্বা হাতার শার্টেও হতে পারে আপটার্নড স্লিভ।
- কোনও কোনও শার্টের ব্যাকসাইডে থাকছে প্রিন্ট, সামনে থাকছে ফ্ল্যাপ পকেট বা প্যাচ পকেট।
- বড়দের মতো ছোটদের ফ্যাশনেও কালার ব্লকিং ইন। শার্টের ফ্রন্ট ও ব্যাকসাইড আলাদা রঙের। সলিড দুটো রং ব্যবহার হচ্ছে শার্টে।
[ ওজন বাড়াতে নয়, কমাতে সাহায্য করে ঘি! ]
- প্রিন্ট হতে পারে চেক্স, স্ট্রাইপ, মাইক্রো জিওমেট্রিক।
- ডেনিম শার্টও এবার পুজোয় সমানতালে ফ্যাশনে ইন। প্লেন একরঙা ও প্রিন্টেড দু’রকমই পেয়ে যাবেন।
- ছেলেদের টি-শার্টেও পেয়ে যাবেন প্রচুর বৈচিত্র। প্রিন্টেড কার্টুন ক্যারেক্টার, কালার ব্লকড, স্ট্রাইপড, ক্যাপশনড- নানান ভ্যারাইটি, সঙ্গে পাবেন গ্রাফিক প্রিন্টেড, ট্রাইপোগ্রাফিক প্রিন্ট টি শার্টস।
- টি-শার্টের সঙ্গে ছোটদের পরান ডেনিম শর্টস বা কটন প্রিন্টেড শর্টস।
- ছোট্ট মেয়েদের ওয়েস্টার্ন পোশাকের অপশন গুনে শেষ করা কঠিন। ড্রেস, ফ্রক, কুর্তা-লেগিংস, স্কার্ট, টপ, জাম্প স্যুট যেমনটি চাই।
- বড়দের মতো ছোটদের ড্রেসেও কাট্স ও ফিটের প্রচুর বৈচিত্র। ফিট অ্যান্ড ফ্লেয়ার, এ-লাইন, স্ট্র্যাপি, শিফ্ট, হুডেড যেমনটা চাই। মেটিরিয়াল সুতি হলেই সবচেয়ে ভাল।
- কোল্ড শোল্ডার, এ-লাইন ড্রেস উইথ কাটঅ্যাওয়ে শোল্ডার, থ্রি কোয়ার্টার স্লিভ উইথ রাফল এবার ছোটদের ফ্যাশনে ইন।
- ক্রিংকল্ড রেয়ন বা ভিসকোসও পুজোর আমেজে আরামদায়ক।
- ক্রচেট-এর কারুকাজ করা ড্রেস ছোট্ট সোনাকে করে তুলবে এক্কেবারে স্টাইলিশ।
- ডেনিম ডাংগ্রি ও টি-শার্ট সেটও স্টাইলিশ ও কমফর্টেব্ল।
- লেসের কারুকাজ করা শোল্ডার টাই-আপ শিফ্ট ড্রেস পরান- ভিড়ে গরমে ঠাকুর দেখার জন্য সবচেয়ে কমফর্টেব্ল।
- লং কলিদার স্কার্টের সঙ্গে ক্রপ টপেও আপনার সোনা নজর কাড়বে সবার।
- পাড়ায় বন্ধুদের সঙ্গে খেলাধুলোর সময় পোশাক হতে পারে জাম্পস্যুট বা প্লে স্যুট। কটন বা ডেনিমের স্লিভলেস বা স্ট্র্যাপি এই পোশাক আরামদায়ক ও স্টাইলিশ।
[ মুক্তোর মতো সাদা দাঁত পেতে ব্যবহার করুন এই ঘরোয়া টোটকা ]
- স্কার্ট-টপ ছোটদের পোশাকের তালিকায় একটা থেকেই যায়। টপ কিনুন রাফল্ড স্লিভ বা কোল্ড শোল্ডার্ড, অল্প ফ্রিল দেওয়া স্লিভলেস টপও বেছে নিতে পারেন ছোটদের জন্য। সঙ্গে টিম-আপ করান প্রিন্টেড নি-লেন্থ বা লেয়ার্ড স্কার্টের সঙ্গে। লেসের টিয়ার্ড স্কার্ট, প্লিটেড স্কার্ট, মিড রাইস নি-লেন্থ স্কার্টও এবার পুজোয় ইন।
- নেট জাতীয় মেটিরিয়ালের তৈরি স্কার্ট না পরানোই ভাল। এতে ব্যবহৃত সিন্থেটিক মেটিরিয়াল ছোটদের অস্বস্তি বাড়িয়ে দেয়, সঙ্গে স্কিনে র্যাশের সমস্যাও দেখা দিতে পারে।
- আর্ট সিল্ক, সিন্থেটিক বা নেট-এর তৈরি গাউন বা ড্রেস ছোটদের যত সম্ভব কম পরান। ঘামে-গরমে ছোটদের হাঁসফাঁস করার প্রধান কারণ এটি।
- সুতির এমন নানান বৈচিত্র। ছেলে-মেয়ে নির্বিশেষে লিনেন, খাদি, সুতির তৈরি পোশাক পরান। ঝলমলে লাগার জন্য উজ্জ্বল রং বেছে নিন।