Advertisement
Advertisement

কার্বনের নয়া স্মার্টফোন K9 Viraat

Karbonn K9 Viraat স্মার্টফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো আপডেট৷

Karbonn K9 Viraat smartphone with Android 6.0 Marshmallow launched
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 25, 2016 8:41 pm
  • Updated:June 12, 2018 4:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা কার্বন মোবাইল দেশের বাজারে নিয়ে এল তাদের নয়া স্মার্টফোন K9 Viraat৷ ই-কমার্স সাইট স্ন্যাপডিল ও দেশজুড়ে কার্বনের রিটেল স্টোরে মিলবে কালো ও সোনালি রঙের মডেল দু’টি৷

Karbonn K9 Viraat স্মার্টফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো আপডেট৷ স্ক্রিন বেশ বড়, ৫.৫ ইঞ্চির৷ এইচডি আইপিএস ডিসপ্লে, ৭২০x১২৮০ পিক্সেল রেজোলিউশনের৷ তবে রিয়ার ক্যামেরা ততটা উন্নতমানের নয়, মাত্র ৫ এমপি, ফ্রন্টে ৩.২ এমপি৷ রয়েছে এলইডি ফ্ল্যাশ৷ ১.৩ গিগাহার্ৎজ কোয়াড-কোর্ প্রসেসরের সঙ্গে মিলবে ১ জিবি র‍্যাম৷ ইন্টারনাল স্টোরেজ ৮ জিবির৷ এক্সপ্যান্ডেবল ৬৪ জিবি পর্যন্ত৷

Advertisement

সংস্থা সূত্রে জানানো হয়েছে, এই হ্যান্ডসেটে থ্রি-জি, ওয়াই-ফাই ও ব্লু-টুথ কানেক্টিভিটির সুবিধা পাওয়া যাবে৷ ব্যাটারি ২৮০০ এমএএইচ হওয়ায় স্ট্যান্ডবাই টাইম ৩৫০ ঘণ্টা ও টকটাইম ৮ ঘন্টা বলে দাবি করেছে কার্বন৷ মডেলটির দাম ৪,৭৯৯ টাকা৷ গত মাসে ভারতের বাজারে  Fashion Eye ও Fashion Eye 2.0 নাম দু’টি হ্যান্ডসেট এনেছিল কার্বন৷ প্রথমটির দাম ৫,৪৯০ টাকা ও দ্বিতীয়টির দাম ৬৪৯০ টাকা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement