সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমস্ত জল্পনার অবসান। ভালোবাসা দিবসে ভারতে পথচলা শুরু হল জিও হটস্টারের। এবার জিও সিনেমা ও ডিজনি হটস্টারের সমস্ত কনটেন্ট নতুন এই প্ল্যাটফর্মে দেখা যাবে বলে খবর।
২০২৪ সালেই শোনা গিয়েছিল হটস্টার কিনে নিচ্ছে মুকেশ অম্বানির সংস্থা জিও। তবে তারপর বিষয়টা নিয়ে বিশেষ কিছু জানা যায়নি। শুক্রবার সকালে ব্যবহারকারীরা দেখলেন বদলে গিয়েছে হটস্টারের লোগো। আগের নীলরঙা লোগো হয়ে গিয়েছে, গোলাপি ও নীল। নেই ডিসনি লেখাও। এরপরই স্পষ্ট হয় গোটা বিষয়টা। জানা যাচ্ছে, এদিন থেকেই একসঙ্গে মিশে গেল এই দুই অ্যাপ। নয়া এই অ্যাপে ১০ ভাষায় সিনেমা, সিরিজ, লাইভ খেলা সবই দেখতে পাবেন গ্রাহকরা। এনবিসি ইউনিভার্সাল পিকক, ওয়ার্নার ব্রস, ডিসকভারি, এইচবিও, প্যারামাউন্ট ইত্যাদি চ্যানেলের কনটেন্টও দেখা যাবে বলে খবর। এবং সবক্ষেত্রে যে সাবস্ক্রিপশন থাকতেই হবে তাও নয়। কোনওরকম সাবস্ক্রিপশন না থাকলেও বেশ কিছু কনটেন্ট দেখতে পাবেন ব্যবহারকারীরা।
কিন্তু যাঁদের হটস্টারের সাবস্ক্রিপশন ছিল? সংস্থা সূত্রে খবর, তাঁরাও নয়া অ্যাপে লগ ইন করতে পারবেন। কেউ নতুন করে সাবস্ক্রিপশন নিতে চাইলে তাঁদের নূন্যতম খরচ করতে হবে ১৪৯ টাকা। প্রতিদ্বন্দ্বী দুই জনপ্রিয় অ্য়াপের একসঙ্গে মিশে তৈরি নয়া এই জিও হটস্টার দর্শকদের মন কাড়বে বলেই আশাবাদী সংস্থা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.