Advertisement
Advertisement

দেশের মধ্যে সবচেয়ে খারাপ ফোর-জি পরিষেবা দিচ্ছে Jio

বিশ্বাস না হলে প্রতিবেদনটি পড়েই দেখুন না একবার!

Jio is slowest 4G service in India, reveals TRAI data
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 20, 2016 7:35 pm
  • Updated:October 20, 2016 7:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধুদের সঙ্গে জাঁকিয়ে বসা কোনও আড্ডায় যদি মুখ ফস্কেও বলে ফেলেন, “রিলায়েন্স জিও-র ফোর-জি পরিষেবা সবচেয়ে স্লো”, তাহলে কপালে বেদম প্রহার জুটতে পারে! কিন্তু জেনে রাখুন, এটাই সত্যি! টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই-এর ওয়েবসাইটে ‘মাই স্পিড’ পোর্টাল স্পষ্ট জানাচ্ছে, এ দেশের সবথেকে খারাপ ফোর-জি পরিষেবা প্রদানকারী টেলিকম সংস্থা রিলায়েন্স জিও৷

হালে, অ্যান্ড্রয়েড ও আইওএস ইউজারদের কথা ভেবে ‘মাই স্পিড’ নামের একটি ‘স্পিড টেস্ট অ্যাপ’ নিয়ে এসেছে ট্রাই৷ ওয়েবসাইটে গিয়ে বিশ্লেষণ করলে দেখা যাবে, প্রতিযোগী সংস্থাগুলির চেয়ে ফোর-জি স্পিডের নিরিখে অনেকটাই পিছিয়ে রিলায়েন্স জিও৷ বিশ্বাস না হলে আপনি নিজেই গিয়ে দেখুন না একবার!

Advertisement

jio-web-1

ওয়েবসাইটে গিয়ে “অপারেটর” বিভাগে ‘জিও’, ‘টেকনোলজি’ বিভাগে ‘ফোর-জি’ নির্বাচন করলেই অন্যান্য টেলিকম সংস্থাগুলির সঙ্গে জিও-র ফোর-জি স্পিড টেস্টের তুল্যমূল্য বিচার করে দেখতে পারেন৷ সেখানেই দেখবেন, ফোর-জি ডাউনলোড স্পিডের নিরিখে এখন দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে ভারতী এয়ারটেল৷ তাদের গড় ডাউনলোড স্পিড ১১.৪ এমবিপিএস৷ সেখানে রিলায়েন্সের গড় ডাউনলোড স্পিড মাত্র ৬.২ এমবিপিএস৷

আপলোডিং স্পিডের নিরিখে আবার সবচেয়ে এগিয়ে ভোডাফোন৷ স্পিড টেস্ট বলছে, প্রতি সেকেন্ডে ৪ এমবিপিএস ডেটা আপলোড করতে পারেন ভোডাফোন গ্রাহকরা৷ যেখানে জিও গ্রাহকরা আপলোডিং স্পিড পান গড়ে মাত্র ২.৪ এমবিপিএস৷

রাজ্য ভিত্তিক ম্যাপিং বলছে, দেশের মধ্যে সবচেয়ে ভাল জিও পরিষেবা পান জম্মু ও কাশ্মীরের বাসিন্দারা৷ সেখানেই জিও-র গড় স্পিড সবথেকে বেশি, ১১.১৭৯ এমবিপিএস৷ সবচেয়ে খারাপ কেরলে, মাত্র ৩.৭৪০ এমবিপিএস৷ ‘মাই স্পিড টেস্ট’ অ্যাপটির নির্মাতা উকলা সম্প্রতি একটি রিপোর্টে জানিয়েছে, লঞ্চ হওয়ার পর থেকেই জিও-র পরিষেবা নিম্নমুখী৷ প্রতি মাসে ২৩% করে পড়ে যাচ্ছে তাদের ফোর-জি স্পিড৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement