Advertisement
Advertisement

Breaking News

Jio

ভোজনরসিক ও সিনেমাপ্রেমীদের জন্য সুখবর! দারুণ রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

জেনে নিন খুঁটিনাটি।

Jio introduces Rs 1,028 and Rs 1,029 plans with 5G data
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 13, 2024 8:14 pm
  • Updated:October 13, 2024 8:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর মরশুমে জিও গ্রাহকদের জন্য সুখবর। নতুন দুটো রিচার্জ প্ল্যান নিয়ে হাজির অম্বানির সংস্থা। নিশ্চয়ই ভাবছেন, কত টাকার এই প্ল্যান, মেয়াদই বা কদিন বা কী কী সুবিধা মিলবে। আসুন জেনে নেওয়া যাক খুঁটিনাটি।

জিওর মাসিকের পাশাপাশি অ্যানুয়াল অর্থাৎ বার্ষিক প্ল্যানও রয়েছে। তার গ্রাহকের সংখ্যাও নেহাত কম নয়। তবে রিচার্জের খরচ বাড়ার পর অনেকেই অন্য টেলিকম সংস্থায় পোর্ট করেছেন নম্বর। এসব দিক মাথায় রেখে দুটি প্ল্যান আনল জিও। একটির দর ১০২৮ টাকা, অন্যটি ১,০২৯। জানা গিয়েছে, ১,০২৮ টাকার প্ল্যানের মেয়াদ ৮৪ দিন। এতে প্রতিদিন মিলবে আনলিমিটেড কল, রোজ ১০০ টি মেসেজ, নিয়মিত ২ জিবি ডেটা (মোট ১৬৮ জিবি)। এছাড়া বাড়তি পাবেন সুইগির লাইট মেম্বারশিপ, জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড-সহ একাধিক সুবিধা।

Advertisement

১,০২৯ টাকার প্ল্যানে রয়েছে সামান্য ফারাক। কল, মেসেজ ও ইন্টারনেট থাকছে ১০২৮ টাকার প্ল্যানের মতোই। তবে বাড়তি পাবেন অ্যামাজন প্লাইমের লাইট মেম্বারশিপ। পাবেন জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড-সহ একাধিক সুবিধা। তাহলে কোনটা রিচার্জ করবেন? যদি আপনি ভোজনরসিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট ১,০২৮ টাকার প্ল্যানটি। তবে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে পছন্দ করলে আপনি নির্দ্বিধায় রিচার্জ করুন ১,০২৯ টাকার প্ল্যানটি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement