Advertisement
Advertisement

জন্মদিনে বিশেষ অফার নিয়ে হাজির Jio, রোজ বিনামূল্যে ২ জিবি ডেটা

জেনে নিন কীভাবে পাওয়া যাবে এই অফার৷

Jio Giving Users 2GB Free 4G Data
Published by: Sulaya Singha
  • Posted:September 9, 2018 4:25 pm
  • Updated:September 9, 2018 4:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতই আইডিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধুক ভোডাফোন৷ আর যতই নতুন নতুন অফার এনে চমক দিক বিএসএনএল৷ জিও আছে জিওতেই৷ প্রতিযোগিতার বাজারে কীভাবে শিরোনামে থাকতে হয়, তা ভালই জানেন মুকেশ আম্বানি৷ তাই তো ফের গ্রাহকদের দিলেন সুখবর৷ এবার ১০ জিবি পর্যন্ত ডেটা মিলবে বিনামূল্যে৷

[কীভাবে বুঝবেন আপনার কেনা স্মার্টফোনের চার্জারটি আসল না ভুয়ো?]

গত দু’বছরে ভারতীয়দের ইন্টারনেট ব্যবহারের পরিভাষাই বদলে দিয়েছে জিও৷ এখন ভিডিও দেখা কিংবা নেট সার্ফিংয়ে অনেক বেশি সময় কাটান স্মার্টফোন ব্যবহারকারীরা৷ এক মাসে এখন ২৪০ কোটি জিবি 4G ডেটা ব্যবহৃত হয় এ দেশে৷ জিওর সঙ্গে পাল্লা দিতে অন্যান্য টেলিকম সংস্থাগুলিও নানা সস্তার অফার এনেছে৷ দেখতে দেখতে ভারতীয় বাজারে দু’বছর পূর্ণ করে ফেলল জিও৷ আর সেই উপলক্ষেই এই নয়া অফারের ঘোষণা৷ জিও সেলিব্রেশন প্যাকে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি অতিরিক্ত 4G ডেটা পাবেন৷ এবার জেনে নিন কীভাবে পাওয়া যাবে এই অফার৷

Advertisement

যে গ্রাহকরা যে প্ল্যানে রয়েছেন, তাঁদের সেই প্ল্যানের সঙ্গেই অতিরিক্ত ২ জিবি ডেটা ভাউচার যোগ করে দেওয়া হবে৷ আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত গ্রাহকরা সেই ডেটা ব্যবহার করতে পারবেন৷ গত শুক্রবারই এই অফারটি পেতে শুরু করেছেন জিও নেটওয়ার্ক ব্যবহারকারীরা৷ MyJio অ্যাপে ক্লিক করে যান My Plans অপশনে৷ রাত ১২টা নাগাদ দেখে নিতে পারেন, অতিরিক্ত ২ জিবি অফারটি আপনার প্ল্যানের সঙ্গে যুক্ত হল কিনা৷ অর্থাৎ পাঁচদিনে মিলছে অতিরিক্ত ১০ জিবি ডেটা৷ তবে এখানেই শেষ নয়, চমক আরও থাকবে বলেই জানা যাচ্ছে৷ দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগামী মাসে আরও কিছু প্ল্যানের কথা ঘোষণা করবে জিও৷ খবর এমনটাই৷

গত সপ্তাহেই গ্রাহকদের চমকে দিতে ক্যাডবেরির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল জিও৷ জনপ্রিয় এই কোম্পানির চকোলেট কিনলেই বিনামূল্যে গ্রাহকরা পাচ্ছেন এক জিবি 4G ডেটা৷ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে এই অফার৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement