Advertisement
Advertisement

জুন মাস থেকে Jio দেবে ৩ মাসের ‘ফ্রি’ পরিষেবা

ফ্রি অফার ফুরোলে ৫০০ টাকার বিনিময়ে মিলবে ৬০০ GB ডেটা।

Jio Fiber Preview Offer with three months free service coming in June
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 11, 2017 3:13 am
  • Updated:May 11, 2017 3:13 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শিরোনামে মুম্বইয়ের রিলায়েন্স জিও ইনফোকম সংস্থা। পরীক্ষামূলক পরিষেবার পর চলতি বছরের জুন মাসে বাণিজ্যিকভাবে বাজারে আসছে ‘Jio Fiber’ পরিষেবা। এই পরিষেবার অধীনে মিলবে ১০০ মেগাবাইট প্রতি সেকেন্ড (১০০ এমবিপিএস) স্পিডে ডেটা সার্ফিং ও ডাউনলোড, খবর ইন্ডিয়া টুডে’র। জিও-র ‘হ্যাপি নিউ ইয়ার’ অফার ও ‘ধন ধনা ধন’ অফারের পর এবার ফ্রি-তে তিন মাসের ব্রডব্যান্ড পরিষেবা দিতে চলেছে সংস্থাটি।

ধনকুবের মুকেশ আম্বানির সংস্থা জিও এবার মোবাইল ইন্টারনেটের পর ব্রডব্যান্ড গ্রাহকদের ধরতে আকর্ষণীয় একগুচ্ছ প্ল্যান নিয়ে আসছে। কার্যত জলের দরে গ্রাহকদের ‘আল্ট্রা ফাস্ট ইন্টারনেট কানেকশন’ দিয়ে নতুন গ্রাহক ধরতে চাইছে সংস্থাটি। এতদিন দেশের নির্বাচিত শহরে পরীক্ষামূলক পরিষেবা চলছিল। এবার তা শেষ হয়েছে। আসন্ন জুন মাস থেকে বাণিজ্যিকভাবে বাজারে চলে আসবে জিও ফাইবার।

Advertisement

[ফের বিনামূল্যের অফার এনে তাক লাগাল Jio]

একটি রিপোর্ট মোতাবেক, নয়া গ্রাহকদের জন্য একগুচ্ছ প্ল্যান ঘোষণা করেছে সংস্থাটি। প্রতি মাসে মাত্র ৫০০ টাকার বিনিময়ে মিলবে ৬০০ GB ডেটা। ১০০০ GB হাই স্পিড ডেটা (১০০ এমবিপিএস) ডেটা পেতে হলে খরচ করতে হবে ২০০০ টাকা। জিও ‘হোম ব্রডব্যান্ড’ বা ‘ফাইবার টু হোম’ ফ্রি অফার দিয়ে নতুন গ্রাহকদের সংস্থার সঙ্গে যুক্ত করতে চাইছে। তিন মাস ফ্রি পরিষেবা দেওয়ার পর লাগু হবে নয়া ট্যারিফ। সেক্ষেত্রেও গ্রাহকরা একগুচ্ছ অফারের মধ্যে থেকে সেরাটা বেছে নিতে পারবেন।

মুম্বই, চেন্নাই ও পুণের নির্দিষ্ট কয়েকটি রেসিডেন্সিয়াল এলাকায় শুরু হয়ে জিও-র প্রথম পরীক্ষামূলক ব্রডব্যান্ড পরিষেবা ‘ফাইবার টু হোম গিগাবাইট ব্রডব্যান্ড সার্ভিস’৷ ভারতে মাত্র ১৮ মিলিয়ন মানুষের বাড়িতে ব্রডব্যান্ড কানেকশন রয়েছে৷ অথচ, মাত্র ৬ মাসেই প্রায় ১০০ মিলিয়ন গ্রাহক জিও-র 4G VoLTE মোবাইল পরিষেবার সঙ্গে যুক্ত হয়েছেন৷ এই পার্থক্য দূর করতেই এবার উদ্যোগী হয়েছে মুকেশ আম্বানির সংস্থা৷ নতুন জিও ব্রডব্যান্ড গ্রাহকরা ১০০ এমবিপিএস গতিতে ১০০ জিবি পর্যন্ত ফ্রি-তে ডাউনলোড করার সুযোগ পাবেন৷ এই মুহূর্তে বাজারে জিও-র প্রতিদ্বন্দ্বী বলতে রয়েছে হ্যাথওয়ে, Tikona, নেকস্ট্রা, স্পেকট্রারের মতো লোকাল সার্ভিস প্রোভাইডার৷ তবে সম্প্রতি এয়ারটেলও ব্রডব্যান্ডের বাজার ধরতে কোমর বেঁধে নেমেছে৷

[এক নয়, এবছরই একগুচ্ছ ‘ধামাকা’ পরিষেবা আনছে Reliance Jio]

ইন্ডিয়া টুডে’র রিপোর্ট মোতাবেক ৯৪.৯৯ এমবিপিএস স্পিডে ডাউনলোড, ৭৯.৯৯ এমবিপিএস আপলোড ও ৬ মিলিসেকেন্ড পিং টাইম পর্যন্ত ধরা পড়েছে স্পিডটেস্ট ডট নেট ওয়েবসাইটে৷ ডিজিট নামের আরেকটি ওয়েবসাইট জানাচ্ছে, ১০০ জিবি ফ্রি ডেটা সার্ফিং ও ডাউনলোড করতে দিচ্ছে জিও৷ ১০০ জিবি পর্যন্ত এফইউপি বা ফেয়ার ইউসেজ পলিসি৷ যাঁরা এই পরিষেবা নিতে চান, তাঁদের জিও গিগাবাইট রাউটারের জন্য ৪ হাজার টাকা ডিপোজিট করতে হতে পারে৷ তিন মাসের ফ্রি পরিষেবার শেষে পছন্দ না হলে গ্রাহকদের জমা রাখা টাকা ফিরিয়ে দেওয়া হবে৷

সূত্রের খবর, বাণিজ্যিকভাবে তিনটি ব্রডব্যান্ড ডেটা প্ল্যান আনতে চলেছে জিও৷ সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম৷ এর মধ্যে একটি প্ল্যানে ৫০০ টাকার বিনিময়ে ৬০০ জিবি পর্যন্ত ডেটা সার্ফিং ও ডাউনলোড করা যাবে৷ আনলিমিটেড প্ল্যানের জন্য খরচ করতে হবে ৮০০ টাকা৷ সার্ফিং স্পিড শুরু হচ্ছে ৫০ এমবিপিএস থেকে, পাওয়া যাবে ৪০০ এমবিপিএস পর্যন্ত৷ ফ্রি পরিষেবা শেষ হয়ে যাওয়ার পর সম্ভবত ২০০০ জিবি পর্যন্ত সার্ফিং ও ডাউনলোড করা যাবে, খবর ডিজিট ডট ইন-এর৷ ২০১৭-র জুন থেকে বাণিজ্যিক পরিষেবা চালু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে৷ ডেটা স্পিড কেমন হবে? একটা উদাহরণ দিলেই স্পষ্ট হয়ে যাবে৷ একটি ফুল এইচডি সিনেমা ডাউনলোড হতে সময় লাগবে এক মিনিটেরও কম৷  ২০১৭-র মধ্যে দেশের অন্তত ১০০টি শহরে গিগা ফাইবার বসিয়ে ফেলতে চায় জিও৷ তবে প্রথম দফায় জুন মাসে এই অফার থেকে বঞ্চিত থাকবে কলকাতা৷ দিল্লি, মুম্বই, চেন্নাই, হায়দরাবাদ ও জামনগরে মিলবে এই পরিষেবা৷

[Jio-র ধাক্কায় বেসামাল Airtel, Vodafone এবার কী অফার আনল জানেন?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement