Advertisement
Advertisement

জিও গ্রাহকদের জন্য সুখবর, নয়া ব্রাউজারে বড় চমক সংস্থার

আটটি ভাষায় ব্যবহার করা যাবে ব্রাউজারটি৷

 Jio Browser Launched for Android
Published by: Tanujit Das
  • Posted:January 9, 2019 5:12 pm
  • Updated:January 9, 2019 5:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরুর দিন থেকেই একের পর এক অফার দিয়ে উপভোক্তাদের খুশি করেছে রিলায়েন্স জিও৷ ডেটা রিচার্জ প্যাক থেকে শুরু করে জিও ফোন৷ রোজই নিত্যনতুন চমক এনেছে সংস্থাটি৷ কিন্তু এবার জিও’র ঘোষণা শুনে অবাক অনেকেই৷ কারণ, এটা হয়তো ভাবতে পারেননি কেউ৷ এবার সম্পূর্ণ নতুন একটি ইন্টারনেট ব্রাউজার নিয়ে এল সংস্থাটি। যার নাম ‘জিও ব্রাউজার অ্যাপ’৷ আটটি ভাষায় ব্যবহার করা যাবে অ্যাপটি৷ রিলায়েন্সের আশা, বেশ জনপ্রিয় হবে অ্যাপ্লিকেশনটি।

[ধ্বংসস্তূপ থেকে উদ্ধারে হুন্ডাইয়ের নতুন ভাবনা ‘ওয়াকিং কার’ ]

Advertisement

জানা গিয়েছে, এখন শুধুমাত্র অ্যান্ড্রয়েড মোবাইলে এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। তবে কেবল জিও ব্যবহারকারী নন, যেকোনও সংস্থার কানেকশন থাকলেই ব্যবহার করা যাবে এই ব্রাউজারটি৷ জিও জানিয়েছে, ঘোষণা হওয়া পর এখনও পর্যন্ত ১০ লক্ষ মানুষ এই অ্যাপটি ডাউনলোড করে ফেলেছেন। এখন কেবলমাত্র গুগল প্লে-স্টোর থেকেই অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে৷ পরে ধীরে ধীরে অ্যাপল স্টোর ও অন্যান্য প্ল্যাটফর্মেও চলে আসবে এই ব্রাউজার৷

[বাজারে আসছে শাওমির নোট সেভেন!]

 

জিও আরও জানিয়েছে, কেবলমাত্র ভারতীয় উপভোক্তাদের কথা মাথায় রেখেই এধরনের ব্রাউজার বাজারে এনেছেন তাঁরা৷ ইংরেজি ছাড়াও আরও সাতটি ভাষায় ব্যবহার করা যাবে এই ব্রাউজার৷ সেগুলি হল, হিন্দি, গুজরাটি, মালয়ালম, তেলুগু, তামিল, মারাঠি ও কন্নড়৷ ব্রাউজার খুলে সেটিংস অপশনে গিয়ে পছন্দমতো ভাষা বেছে নিতে পারবেন গ্রাহকরা৷ একটি ব্রাউজারের মধ্যেই রয়েছে নিউজ, ভিডিও থেকে শুরু করে ভয়েজ কমান্ডের সুবিধা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement