Advertisement
Advertisement

Breaking News

নতুন গ্রাহকদের ফ্রি-তে ১০০ জিবি হাই স্পিড ডেটা দিচ্ছে Jio

একটি ফুল এইচডি সিনেমা ডাউনলোড হতে সময় লাগবে এক মিনিটেরও কম৷

Jio Broadband Expands Beta Testing With 100Mbps Connection & 100GB FUP
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 19, 2017 3:29 pm
  • Updated:March 19, 2017 3:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোবাইল অপারেটরদের রাতের ঘুম কেড়ে নেওয়ার পর এবার ব্রডব্যান্ড কানেকশনের দিকেও নজর দিল রিলায়েন্স জিও৷ মুকেশ আম্বানির নেতৃত্বাধীন এই সংস্থা এবার ব্রডব্যান্ড প্রোভাইডারদের বাজার ধরতে আসরে নেমে পড়েছে৷ সম্প্রতি মুম্বই, চেন্নাই ও পুণের নির্দিষ্ট কয়েকটি রেসিডেন্সিয়াল এলাকায় শুরু হয়েছে জিও-র প্রথম পরীক্ষামূলক ব্রডব্যান্ড পরিষেবা ‘ফাইবার টু হোম গিগাবাইট ব্রডব্যান্ড সার্ভিস’, খবর একটি জাতীয় সংবাদমাধ্যমের৷

[Jio-কে ধরাশায়ী করতে অবিশ্বাস্য দামে বিপুল 4G ডেটা দিচ্ছে Airtel]

ওই সংবাদমাধ্যমের রিপোর্ট মোতাবেক, ভারতে মাত্র ১৮ মিলিয়ন মানুষের বাড়িতে ব্রডব্যান্ড কানেকশন রয়েছে৷ অথচ, মাত্র ৬ মাসেই প্রায় ১০০ মিলিয়ন গ্রাহক জিও-র 4G VoLTE মোবাইল পরিষেবার সঙ্গে যুক্ত হয়েছেন৷ এই পার্থক্য দূর করতেই এবার উদ্যোগী হয়েছে মুকেশ আম্বানির সংস্থা৷ আগামী ৩১ মার্চ পর্যন্ত নতুন জিও ব্রডব্যান্ড গ্রাহকরা ১০০ এমবিপিএস গতিতে ১০০ জিবি পর্যন্ত ফ্রি-তে ডাউনলোড করার সুযোগ পাবেন৷ এই মুহূর্তে বাজারে জিও-র প্রতিদ্বন্দ্বী বলতে রয়েছে হ্যাথওয়ে, Tikona, নেকস্ট্রা, স্পেকট্রারের মতো লোকাল সার্ভিস প্রোভাইডার৷ তবে সম্প্রতি এয়ারটেলও ব্রডব্যান্ডের বাজার ধরতে কোমর বেঁধে নেমেছে৷

Advertisement

[Jio-কে টেক্কা! খুব সস্তায় রোজ ২ জিবি করে ডেটা দিচ্ছে BSNL]

আপাতত মুম্বই, পুণে, চেন্নাইয়ের কয়েকটি নির্দিষ্ট অ্যাপার্টমেন্টে রিলায়েন্স গিগা ফাইবারের পরীক্ষা হচ্ছে৷ ইন্ডিয়া টুডে’র রিপোর্ট মোতাবেক ৯৪.৯৯ এমবিপিএস স্পিডে ডাউনলোড, ৭৯.৯৯ এমবিপিএস আপলোড ও ৬ মিলিসেকেন্ড পিং টাইম পর্যন্ত ধরা পড়েছে স্পিডটেস্ট ডট নেট ওয়েবসাইটে৷ ডিজিট নামের আরেকটি ওয়েবসাইট জানাচ্ছে, ৩১ মার্চ পর্যন্ত ১০০ জিবি ফ্রি ডেটা সার্ফিং ও ডাউনলোড করতে দিচ্ছে জিও, তবে পুরোটাই পরীক্ষামূলক পরিষেবা৷ ১০০ জিবি পর্যন্ত এফইউপি বা ফেয়ার ইউসেজ পলিসি৷ জিও গিগাবাইট রাউটারের জন্য ৪ হাজার টাকা ডিপোজিট করতে হচ্ছে ওই নির্দিষ্ট এলাকার বাসিন্দাদের, যাঁরা এই পরিষেবা নিতে চান৷ তিন মাসের ফ্রি পরিষেবার শেষে পছন্দ না হলে গ্রাহকদের জমা রাখা টাকা ফিরিয়ে দেওয়া হবে৷

[এয়ারটেল, ভোডাফোনকে হারিয়ে সর্বোচ্চ ডাউনলোড স্পিড দিচ্ছে Jio]

সূত্রের খবর, বাণিজ্যিকভাবে তিনটি ব্রডব্যান্ড ডেটা প্ল্যান আনতে চলেছে জিও৷ সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম৷ এর মধ্যে একটি প্ল্যানে ৫০০ টাকার বিনিময়ে ৬০০ জিবি পর্যন্ত ডেটা সার্ফিং ও ডাউনলোড করা যাবে৷ আনলিমিটেড প্ল্যানের জন্য খরচ করতে হবে ৮০০ টাকা৷ সার্ফিং স্পিড শুরু হচ্ছে ৫০ এমবিপিএস থেকে, পাওয়া যাবে ৪০০ এমবিপিএস পর্যন্ত৷ ৩১ মার্চ ফ্রি পরিষেবা শেষ হয়ে যাওয়ার পর সম্ভবত ২০০০ জিবি পর্যন্ত সার্ফিং ও ডাউনলোড করা যাবে, খবর ডিজিট ডট ইন-এর৷ ২০১৭-র মাঝামাঝি সময় থেকে বাণিজ্যিক পরিষেবা চালু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে৷ ডেটা স্পিড কেমন হবে? একটা উদাহরণ দিলেই স্পষ্ট হয়ে যাবে৷ একটি ফুল এইচডি সিনেমা ডাউনলোড হতে সময় লাগবে এক মিনিটেরও কম৷  ২০১৭-র মধ্যে দেশের অন্তত ১০০টি শহরে গিগা ফাইবার বসিয়ে ফেলতে চায় জিও৷ তবে জিও সূত্রে খবর, গ্রাহকদের বিভ্রান্ত করতে কেউ কেউ ভুয়ো ডেটা প্ল্যান গছিয়ে দিচ্ছেন কয়েকজনকে৷ জিও সূত্রে গ্রাহকদের সতর্ক করা বলা হয়েছে, হাই স্পিড ব্রডব্যান্ড প্রকল্পটি আপাতত সীমাবদ্ধ শহরেই মিলছে৷ তাই যে কেউ এসে টাকা দাবি করলে ভুলেও দেবেন না যেন!

[ভয়েস কলের জন্য কি সত্যি এবার টাকা কাটবে Jio?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement