সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পর্কে থেকে বা সম্পর্ক ভেঙে গেলে অনেক সময়ই পার্টনারকে শিক্ষা দেওয়ার বাসনা মনে জাগে৷ নিজের মনের কথা পার্টনার না বুঝলে বা আঘাত করলে, অনেকসময় এমন মনে হয়, যেন তিনিও ওই একই দুঃখ পান৷
বিশেষজ্ঞরা বলছেন, সম্পর্কে থেকে যখন প্রেমিক বা প্রেমিকা তাঁর পার্টনারকে আঘাত করেন তখন খুব স্বাভাবিকভাবেই আঘাত পাওয়া ব্যক্তি চান তিনি যেই দুঃখ পেয়েছেন, সেই দুঃখ যেন তাঁর পার্টনারও পান৷ সেই জন্যই পার্টনারকে খারাপ কথা বলে আঘাত করার চেষ্টা করেন৷
কিন্তু প্রশ্ন হল প্রেমিক বা প্রেমিকাকে ‘উচিত শিক্ষা’ দেওয়া আদৌ উচিত কি?
বিশেষজ্ঞরা মনে করেন, পার্টনারকে সামান্য কারণবশত আঘাত করা উচিত নয়৷ এক্ষেত্রে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সঠিকভাবে কমিউনিকেট করা উচিত৷ নিজের মনের কথা খুলে বলা উচিত৷ প্রেমিক বা প্রেমিকা যদি অজান্তে আপনাকে আঘাত দিয়ে থাকেন, তাঁকে আপনার মনের কথা বুঝিয়ে বলা উচিত৷ কিন্তু সব কথা শোনার পরও যদি তাঁর স্বভাবের পরিবর্তন না হয় তবে তাঁকে উচিত শিক্ষা দেওয়ার কথা ভেবে দেখতে পারেন৷
যদিও ভালবাসার সম্পর্কে কেউ কাউকে আঘাত করতে চান না, তবুও যদি পার্টনারকে উচিত শিক্ষা দেওয়ার প্রশ্ন ওঠে, সেক্ষেত্রে সম্পর্কে যাওয়ার সময় একটি বিষয় মাথায় রাখা উচিত৷ আপনার পার্টনার আপনাকে বুঝতে পারছেন কী না কিংবা আপনার পার্টনার আদৌ মনের কথা বুঝে সেইমতো নিজেকে পাল্টাবেন কী না, তা বুঝে নিন যে কোনও কমিটমেন্ট করার আগে৷ সেই বুঝেই সম্পর্কে অগ্রসর হলে ‘উচিত শিক্ষা’ ছাড়াও সঠিক সম্পর্কে থাকা সম্ভব!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.