Advertisement
Advertisement

Breaking News

অনলাইনে যাত্রা শুরু Intex Aqua Q7N Pro স্মার্টফোনের

পড়ুন ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন৷ জানুন দাম কত!

Intex Aqua Q7N Pro gets listed online
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 26, 2016 5:28 pm
  • Updated:June 12, 2018 4:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজেট স্মার্টফোন ক্যাটাগরিতে আরেকটি নতুন মডেল নিয়ে এল ভারতীয় সংস্থা ইনটেক্স টেকনোলজি৷ তাদের নয়া এন্ট্রি লেভেল স্মার্টফোন Aqua Q7N Pro অনলাইনে মিলবে দ্রুতই৷

নয়া হ্যান্ডসেটটি Auqa Q7N মডেলের আপগ্রেডেড ভার্সন৷ দেশের প্রথম ফায়ারফক্স পাওয়ার্ড মোবাইল প্রস্তুতকারক সংস্থা ইনটেক্স-এর দাবি, যাঁরা দামের জন্য হাতে স্মার্টফোন তুলে নিতে ভয় পান, তাঁদের জন্যই এই নয়া মডেল৷ যাকে বলা হয় এন্ট্রি লেভেল স্মার্টফোন৷ নয়া মডেলটির দাম মাত্র ৪,২৯৯ টাকা৷ পুরনো Auqa Q7N মডেলটির দাম ৪,১৯০ টাকা৷

Advertisement

Intex Aqua Q7N Pro হ্যান্ডসেটের স্ক্রিন ৪.৫ ইঞ্চির, FWVGA ডিসপ্লে৷ ডুয়াল সিমের এই স্মার্টফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ আপডেট৷ ১ গিগাহার্ৎজ কোয়াড-কোর স্প্রেডট্রাম প্রসেসরের সঙ্গে ১ জিবি র‍্যাম৷ ইন্টারনাল মেমোরি ৮ জিবি৷ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এক্সপ্যান্ডেবল ৩২ জিবি পর্যন্ত৷

এই মডেলে ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ৷ ফ্রন্ট ক্যামেরা ০.৩ মেগাপিক্সেলের৷ ব্যাটারি ২০০০ এমএএইচ৷ সংস্থার দাবি, এই হ্যান্ডসেটে একটানা ৬ ঘন্টা কথা বলা যাবে৷ থ্রি-জি, ওয়াই-ফাই, ব্লু-টুথ ও জিপিএস কানেক্টিভিটি পাওয়া যাবে৷

গত সপ্তাহেই দেশের বাজারে Intex নিয়ে এসেছে Cloud Tread স্মার্টফোন৷ ড্রাগন গ্লাস প্রোটেকশন, ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে ও ২ জিবি র‍্যাম সমৃদ্ধ ওই মডেলের দাম ৪,৯৯৯ টাকা৷

Intex-2_web

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement