সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সংস্থা ইনটেক্স দেশের বাজারে আরেকটি নতুন স্মার্টফোন লঞ্চ করল৷ Intex Aqua Classic 2 একটি বাজেট স্মার্টফোন, যার দাম ৪৬০০ টাকা৷ দেশের সবকটি প্রথম সারির রিটেল আউটলেটে ফোনটি এখন পাওয়া যাচ্ছে৷
Intex Aqua Classic-এর উত্তরসূরি নয়া স্মার্টফোনটির স্লিক ডিজাইন সকলের নজর কাড়বে বলে আশা ইনটেক্সের৷ হ্যান্ডসেটটির ভলিউম ও পাওয়ার বোতাম রয়েছে ডানদিকে, স্পিকারের অবস্থান পিছনের দিকে৷ এটি একটি ফোর-জি এলটিই সাপোর্টেড স্মার্টফোন৷ তবে পুরনো মডেলটির তুলনায় নতুন মডেলটির ব্যাটারি ও ক্যামেরার গুণগতমান ভাল৷
Intex Aqua Classic 2-র স্ক্রিন ৫ ইঞ্চি, পিক্সেল ডেনসিটি ১৯৬ পিপিআই৷ কোয়াড কোর প্রসেসরের সঙ্গে এক জিবি র্যাম ও ৮ জিবির ইন্টারনাল স্টোরেজ মিলবে নয়া হ্যান্ডসেটটিতে৷ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে মেমোরি বাড়িয়ে নেওয়া যাবে ৩২ জিবি পর্যন্ত৷
Intex Aqua Classic 2 এর রিয়ার ক্যামেরা ৫ মেগাপিক্সেল, রয়েছে অটো-ফোকাস ও ডুয়াল এলইডি ফ্ল্যাশ৷ সেলফি ক্যামেরাও ৫ এমপি-র৷ ২২০০ এমএএইচ ব্যাটারি সমৃদ্ধ ফোনে ৬ ঘন্টা টকটাইম পাওয়া যাবে বলে দাবি সংস্থার৷ স্ট্যান্ডবাই টাইম ২০০ ঘন্টা৷ ফোর-জি ছাড়াও থ্রি-জি, জিপিআরএস, ব্লুটুথ ও মাইক্রো ইউএসবি সাপোর্টেড এই হ্যান্ডসেটটিতে অ্যান্ড্রয়েড মার্শমেলো আপডেট পাওয়া যাবে৷ রয়েছে ডুয়াল মাইক্রো সিম কার্ড স্লটও৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.