Advertisement
Advertisement

Breaking News

Instagram

১৮ পেরনোর আগেই বয়স বাড়িয়ে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট? এবার ধরিয়ে দেবে AI

ব্যাপারটা ঠিক কী?

Instagram says it is testing an AI tool that detects teen users
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 22, 2025 6:05 pm
  • Updated:April 22, 2025 6:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট থেকে আশি এখন সকলের হাতেই স্মার্টফোন। খুদেরাও সুযোগ পেলেই সোশাল মিডিয়ায় নজর রাখতে চায়। তবে অনেকেই আবার আঠারো পেরনোর আগেই বয়স বাড়িয়ে ইনস্টাগ্রাম, ফেসবুকে অ্যাকাউন্ট খুলে ফেলে। এই সমস্যা সমাধানে এবার ইনস্টাগ্রামের হাতিয়ার AI। ব্যাপারটা ঠিক কী?

ফেসবুক, ইনস্টাগ্রাম খুললেই চোখে পড়ে বিভিন্নরকম ছবি-ভিডিও। যা শিশুমনে অন্যরকম প্রভাব ফেলতেই পারে। সেইকারণেই সোশাল মিডিয়ায় অ্যাকাউন্ট করার ক্ষেত্রে বয়সের একটা সীমা রয়েছে। ফলে বয়স ভুল দিয়ে অনেকেই অ্যাকাউন্ট খোলে। সেই সমস্যা সমাধানে আগেই একটা ফিচার এনেছিল ইনস্টাগ্রাম। অ্যাকাউন্ট খোলার আগে প্রমাণ হিসেবে দিতে হচ্ছিল বয়সের নথি। বয়স ১৬ বছরের কম হলে অ্যাকাউন্টের রাশ চলে যায় অভিভাবকদের হাতে। এছাড়াও কিছু বিধিনিষেধের মধ্যেই অ্যাপ ব্যবহার করে হয় অপ্রাপ্তবয়স্কদের।

Advertisement

কিন্তু ইতিমধ্যেই যারা ভুল তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলেছেন, তাঁদের কী হবে? জানা যাচ্ছে, এবার এআই বেছে নেবে কোন অ্যাকাউন্টগুলো ভুল বয়স দিয়ে খোলা। সেগুলো নিজে থেকেই ‘টিন’ অ্যাকউন্ট হয়ে যাবে। অর্থাৎ অ্যাকাউন্টটির সেটিংস হয়ে যাবে অন্যরকম। অ্যাক্সেস চলে যাবে অভিভাবকদের কাছেও, এমনটাই সংস্থা সূত্রে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub