Advertisement
Advertisement

এবার ইনস্টাগ্রামেও শেয়ার করতে পারবেন অন্যের পোস্ট!

কী বলছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ?

Instagram denies testing any shaing feature on its platform
Published by: Tanujit Das
  • Posted:September 24, 2018 8:43 pm
  • Updated:September 24, 2018 8:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেসবুক, টুইটার বা অন্যান্য সোশ্যাল সাইটে কারও কোনও স্টেটাস, পোস্ট, ছবি পছন্দ হলেই শেয়ার করে থাকি আমরা৷ তবে ইনস্টাগ্রামের তেমন কিছুই করা যায় না৷ যা নিয়ে এক বিলিয়ন ইনস্টা ব্যবহারকারীর মনে ক্ষোভের অন্ত নেই৷ অনেকদিন ধরেই গ্রাহকরা চাইছেন এমন একটা ফিচার নিয়ে আসুক ইনস্টা কর্তৃপক্ষ৷ যাতে অন্যের পছন্দের পোস্ট মুহূর্তের মধ্যে শেয়ার করে দেওয়া যায়৷ শোনা যাচ্ছে, শীঘ্রই তেমনটা নাকি হতেও চলেছে৷ অর্থাৎ অন্যের পোস্ট এবার শেয়ার করা যাবে ইনস্টাগ্রামেও৷ বিষয়টা আদৌ কি সত্যি, নাকি গুজব? সেই বিষয়ে স্পষ্ট বিবৃতি দিয়েছে ইনস্টা কর্তৃপক্ষ৷

[গুগলের নয়া ফিচার, দূর থেকেই লক করে দিন বাচ্চার স্মার্টফোন]

Advertisement

সময়ের সঙ্গে সঙ্গে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে ইনস্টাগ্রাম৷ মাস কয়েক আগেও শোনা যাচ্ছিল, “seamless sharing” নামে একটি নয়া ফিচার নিয়ে পরীক্ষানিরীক্ষা শুরু করেছে এই সোশ্যাল মিডিয়াটি৷ সেই পদ্ধতিই “share to feed” অপশন হিসাবে অন্তর্ভুক্ত হতে পারে ইনস্টাগ্রামের আপডেটেড ভার্সানে৷ যার মাধ্যমে, অন্যের স্টেটাস, ছবি, পোস্ট শেয়ার করা যাবে৷ এক ক্লিকে তা ছড়িয়ে দেওয়া যাবে নিজের অ্যাকাউন্টের মাধ্যমে৷ ঠিক তেমনটা ফেসবুকের ক্ষেত্রে শেয়ার অপশনের মাধ্যমে করা যায় বা টুইটারে রি-টুইটের মাধ্যমে করা যায়৷ নয়া প্রকাশিত তথ্যে বলছে, “Regram” নামের একটি শেয়ারিং ফিচার আনতে চলেছেন ইনস্টা কর্তৃপক্ষ৷ সেক্ষেত্রে কোনও পোস্ট শেয়ার করতে গেলে #Regram লিখে শেয়ার করতে হবে৷

[গুজব নয় সত্যি! বিনামূল্যে পান OPPo F9 Pro]

এই খবর ছড়িয়ে পড়তেই একটা খুশি হয় এক বিলিয়ন ইনস্টা ব্যবহারকারী৷ কবে থেকে এই ফিচার পাওয়া যাবে তাই নিয়ে কৌতূহল জাগে তাঁদের মনে৷ তবে দুঃখের বিষয় হল এমন কোনও ফিচারই আনছে না ইনস্টা কর্তৃপক্ষ৷ স্পষ্ট ভাষায় বিবৃতি জারি করে তা জানিয়ে দিয়েছেন তাঁরা৷ এমনকী, শেয়ার করার ফিচার নিয়ে তাঁরা যে পরীক্ষা-নিরীক্ষাও চালাচ্ছেন তা, তাও জানিয়ে দিয়েছেন৷ বিষয়টাকে গুজব বলেই ব্যাখ্যা করেছেন তাঁরা৷ ফলে শেয়ার অপশন পেতে আরও অপেক্ষা করতে হবে ইনস্টা গ্রাহকদের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement