Advertisement
Advertisement

Breaking News

Instagram

ইনস্টাগ্রাম ফিড ভর্তি অপছন্দের ছবি-ভিডিও, বুঝিয়ে দিতে চান? আসছে দারুণ ফিচার

ব্যাপারটা ঠিক কী?

Instagram confirms it is testing a “dislike” button

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:February 16, 2025 7:56 pm
  • Updated:February 16, 2025 7:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়োজনে হোক বা স্রেফ সময় কাটাতে, বর্তমানে সকলেই ফেসবুক, ইনস্টাগ্রামে অ্যাকটিভ থাকে দিনভর। যার ফলে দিনভর নজরে আসে এমন কিছু পোস্ট, যা এককথায় বিরক্তিকর। এবার অপছন্দের পোস্ট ইনস্টা ফিডে এলেই নিমেষে বুঝিয়ে দিতে পারবেন যে, বিষয়টা আপনার ভালো লাগছে না। ব্যবহারকারীদের সুবিধার্থে দারুণ এক ফিচার নিয়ে হাজির হতে চলেছে ইনস্টাগ্রাম।

ব্যাপারটা ঠিক কী? শুধু সময় কাটাতেই নয়, বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা বড় অংশের মানুষের মূল উপার্জনের রাস্তাই হল সোশাল মিডিয়া। বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করে আপলোড করেন তাঁরা। কেউ কেউ আবার এমনিতেই ব্যক্তিগত মুহূর্ত তুলে ধরেন সোশাল মিডিয়ায়। সমস্ত ছবি-ভিডিওই নজর কাড়ে তা একেবারেই নয়। কিছু কিছু ভিডিও-পোস্ট রীতিমতো আপত্তিকরও। তা নিয়ে কমেন্ট বক্সে ঝড়ও তোলেন নেটিজেনরা। তর্ক-বিতর্কে না গিয়েছেই এবার একটা ক্লিকেই আপনি বুঝিয়ে দিতে পারবেন যে ফিডে আসা ছবি বা ভিডিওটি আপনার পছন্দ নয়। কারণ, এবার ডিসলাইক অপশন নিয়ে আসছে ইনস্টাগ্রাম। এখানেই শেষ নয়, কমেন্টেও পাবেন ডিসলাইক অপশন।  

Advertisement

জানা গিয়েছে, ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে এই ফিচার চালু হয়ে গিয়েছে। অনেক ব্যবহারকারীই পাচ্ছেন ডিসলাইক বাটন। তবে সকলে এখনই পাবেন না। তবে শীঘ্রই সকলের জন্য এই ফিচার চালু হবে বলেই জানিয়েছে সংস্থা। উল্লেখ্য, ২০২১ সালে ডিসলাইক বাটন এনেছিল ইউটিউব। সেখানে দেখা যেত কত সংখ্যক মানুষ সেই ভিডিও অপছন্দ করেছেন। তবে বর্তমানে ওই অপশনটি দেখা যায় না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement