সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতীত কখনও সুখের৷ কখনও যন্ত্রণাদায়ক৷ তবে কথায় বলে, ‘টাইম ইজ দ্য বেস্ট হিলার’৷ সময়ের প্রলেপ অনেক কিছুই ভুলিয়ে দেয়৷ আর তাই অনেকটা সময় পেরিয়ে এসে ফেলে আসা অতীতকে একবার নেড়েচেড়ে দেখতে ইচ্ছে করে৷
বর্তমান যুগে আমাদের অনেক কিছুই জমা হয়ে থাকে সোশ্যাল মিডিয়ার আর্কাইভে৷ বিশেষত ফেসবুকে৷ বন্ধুদের সঙ্গে ফেলে আসা কলেজের দিনের স্মৃতি হোক কিংবা প্রাক্তনের সঙ্গে প্রেমের স্মৃতিই হোক-একটা সময় পর সবকিছু ফিরে দেখতে ভাল লাগে৷ কিন্তু ঘটনা হল, ঝোঁকের বশে আমরা অনেক কিছু ডিলিট করে ফেলি৷ এবার চাইলেই বা পুরনো জিনিস ফিরে পাবেন কীভাবে?
হারানো সে দিনে স্রেফ স্মৃতিতেই ফেরা যায়৷ ঠিক এই জিনিসটাকেই বাস্তবে রূপায়ণ করেছে ফেসবুক কর্তৃপক্ষ৷ ফেসবুকে এ যাবৎ আপনি যা যা ডিলিট করেছেন সবই রাখা আছে একটি আর্কাইভে৷ সেটি লোকচক্ষুর সামনে নেই ঠিকই, কিন্তু সংরক্ষিত আছে ফেসবুকের নিজস্ব ঘরে৷ আপনাকে শুধু অনুরোধ জানাতে হবে তা ফিরে পেতে৷
কীভাবে জানাবেন অনুরোধ?
নিজের প্রোফাইলের সেটিংসে যান৷ দেখুন সবার শেষে ‘ডাউনলোড এ কপি অফ ইয়োর ফেসবুক ডেটা’ বলে একটি অপশন আসছে৷ নিচের ছবিটি দেখে আন্দাজ করতে পারেন৷
এই অপশনে গিয়ে দেখতে পাবেন ‘স্টার্ট মাই আর্কাইভ নামে’ আর একটি অপশন৷
এখানে ক্লিক করলেই ফেসবুকের দরবারে আপনার অনুরোধ পৌঁছে গেল৷ ফেসবুক আপনাকে ডেটা ফিরিয়ে দিতে তৈরি৷ আপনি কি ডাউনলোড করতে তৈরি? ফাইনাল ক্লিক করার আগে আরও একবার ভেবে নিন, অতীতের মুখোমুখি হবেন কি না৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.