Advertisement
Advertisement

জানেন, কীভাবে একই হোয়াটসঅ্যাপ নম্বর দু’টি ফোনে ব্যবহার করবেন?

তবে প্রথমেই বলে রাখা ভাল, খুব বিশ্বস্ত বা কাছের মানুষ না হলে নিজের ফোনটি অন্য কারও হাতে চট করে তুলে দেবেন না৷ কারণ এই পদ্ধতির প্রয়োগে সেই ব্যক্তি অনায়াসেই আপনার হোয়াটস অ্যাপের সব মেসেজ ও তথ্য দেখে নিতে পারবেন৷ তাই সাবধান থাকাই ভাল৷ পারলে অন্যকেও সতর্ক করে দিন৷

How to use same WhatsApp number on two or more phones without WhatsApp web
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 9, 2016 6:18 pm
  • Updated:June 9, 2016 6:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ইতিমধ্যেই জেনে গিয়েছেন, কীভাবে একই মোবাইল থেকে দু’টি অ্যাকাউন্ট চালানো সম্ভব৷ কিন্তু জানেন কি, একই নম্বর ব্যবহার করে দু’টি ফোন থেকে হোয়াটসঅ্যাপ চালাবেন? না জেনে থাকলে প্রতিবেদনটি পড়ে ফেলুন৷ খুব সহজেই অন্য একটি মোবাইলেও নিজের নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ করতে পারবেন৷ এমনকী হোয়াটসঅ্যাপ ওয়েবেরও প্রয়োজন হবে না৷
তবে প্রথমেই বলে রাখা ভাল, খুব বিশ্বস্ত বা কাছের মানুষ না হলে নিজের ফোনটি অন্য কারও হাতে চট করে তুলে দেবেন না৷ কারণ এই পদ্ধতির প্রয়োগে সেই ব্যক্তি অনায়াসেই আপনার হোয়াটসঅ্যাপের সব মেসেজ ও তথ্য দেখে নিতে পারবেন৷ তাই সাবধান থাকাই ভাল৷ পারলে অন্যকেও সতর্ক করে দিন৷
এবার জেনে নেওয়া যাক কোন পদ্ধতিতে একই নম্বরে দু’টি ফোনকে জুড়ে দেওয়া যাবে৷ বর্তমানে এই ফিচারটি একমাত্র রয়েছে শাওমি কোম্পানির স্মার্টফোনে৷ দু’টি শাওমি স্মার্টফোনকে পাশাপাশি রাখুন৷ এবার ফোনের সেটিংস অপশনে গিয়ে Mi Mover অন করুন৷ অপশনটি আসলে এক মোবাইল থেকে অন্যটিতে ডেটা নেওয়ার জন্য ব্যবহার করা হয়৷ তাহলেই ফোন দু’টি একে অপরের সঙ্গে কানেক্ট হয়ে যাবে৷ এবার অন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে মেসেজ করলে দেখতে পাবেন দু’টি নম্বরে একই সময় একই মেসেজ ঢুকছে৷
গুগল প্লে-স্টোরে Mi Mover অ্যাপটি পাওয়া যাচ্ছে৷ কিন্তু অন্য কোনও কোম্পানির স্মার্টফোনে এটি ডাউনলোড করা যাচ্ছে না৷ তবে কি এই নয়া অ্যাপ ইউজারদের ক্ষতি করতে চলেছে? নিজেরাই বিচার করুন!

https://www.youtube.com/watch?v=gkGIoCqPF7k&feature=youtu.be

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement