Advertisement
Advertisement

রঙে মাখামাখি মোবাইল কভার? ওঠাতে এই কৌশলগুলি ট্রাই করুন

মোবাইলের গায়ে লেগে যাওয়া এই রং তুলবেন কী করে?

How to remove holi colour from your mobile back cover
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 12, 2017 11:30 am
  • Updated:March 12, 2017 11:31 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনভর রঙ নিয়ে মাতামাতি। এর মধ্যেই আসছে বন্ধু-বান্ধবের শুভেচ্ছা ফোন। হোলি বা দোলের শুভেচ্ছা তো মনে লাগল, কিন্তু এর ঠেলায় একটুকু রং যে লেগে গেল মোবাইলের ব্যাক-কভারেও। একটু একটু করে দেখা গেল দিনের শেষে মোবাইলের ব্যাক কভার রঙে মাখামাখি। ত্বকের রং তুলতে একাধিক উপায় আছে। অনেক ঘরোয়া টোটকাই জানা। কিন্তু মোবাইলের গায়ে লেগে যাওয়া এই রং তুলবেন কী করে?

হোলির আগে ভক্তদের জন্য প্রায় নগ্ন ভিডিও পোস্ট করলেন পুনম

নেটদুনিয়ায় এ নিয়ে দেদার ঘাঁটাঘাঁটি হয়েছে। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যে উত্তরগুলো উঠে এসেছে, তা থাকল আপনাদের জন্য।

Advertisement
  • কেউ কেউ জানাচ্ছেন, কেরোসিন বা তারপিন তেল এক্ষেত্রে খুব উপকারি। নরম কাপড় এই তেলে ডুবিয়ে মোবাইল কভারের উপর ঘষলে রং উঠে যেতে পারে। তবে কাপড় যাতে খুব বেশি ভেজা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
  • টুথপেস্টও কার্যকরী বলে অনেকের মত। রং লাগা জায়গায় হালকা করে টুথপেস্ট বুলিয়ে, কাপড় দিয়ে ঘষে ঘষে তুললে রং ফিকে হয়ে যাবে বলেই জানাচ্ছেন তাঁরা।
  • প্লাস্টিকের গায়ে রং তুলতে নেল পলিশ রিমুভারের জুড়ি মেলা ভার বলেও পরামর্শ অনেকের। নরম কাপড় রিমুভারে ভিজিয়ে প্রথমে রং লাগা জায়গায় পরীক্ষামূলকভাবে ঘষে দেখা যেতে পারে। যদি দেখা যায় রিমুভারে ওই রং উঠছে, তবে পুরোটার ক্ষেত্রেই তা প্রয়োগ করা যেতে পারে।
  • অনেকে আবার হেয়ার স্প্রে ব্যবহারেরও পরামর্শ দিচ্ছেন।
  • কারও কারও মতে এই ধরনের রং খুব ক্ষণস্থায়ী। সূর্যের আলোয় রেখে দিলে তা আপনা থেকেই উঠে যেতে পারে।
  • বাঙালি মেয়েরাই নাকি সবচেয়ে ভাল প্রেমিকা হয়!

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement