Advertisement
Advertisement

Breaking News

সুগন্ধীতে নষ্ট হচ্ছে নতুন পোশাক? রইল সমাধানের উপায়

আর চিন্তার কোনও কারণ নেই৷

How to remove dedorant stain from clothes, read the tips
Published by: Sayani Sen
  • Posted:October 18, 2018 6:33 pm
  • Updated:October 18, 2018 6:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শারদোৎসবে মজে আমজনতা৷ নতুন জামা পড়ে দিনরাত চলছে প্যান্ডেল হপিং৷ সাজগোজ তো হল৷ কিন্তু একটু আধটু গায়ে গন্ধের ছোঁয়া না থাকলে কী আর হয়৷ তাই বাইরে বেরনোর আগে সুগন্ধীও অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ সাজগোজের পর দীর্ঘক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে ঘামে ভিজে যাচ্ছে গোটা শরীর৷ আর গায়ের সুগন্ধী লেগে যাচ্ছে পোশাকে৷ ঘামে ভেজা জামা বাড়িতে এসে শুকানোর পর দেখবেন সাদা সাদা দাগ ধরে গিয়েছে তাতে৷ আর তারপরই মন খারাপ৷ কিন্তু মন খারাপের কোনও দরকার নেই৷ হাতের মুঠোতেই রয়েছে মুশকিল আসান৷ কয়েকটি সহজ উপায়েই এই সমস্যা থেকে রেহাই মিলতে পারে আপনার৷ সেই টিপস রইল আপনার জন্য৷

[মেক-আপেই ধরে রাখুন যৌবন, থাকুন কমবয়সি]

বডি স্প্রে লাগানোর পরই জামা পরবেন না৷ নতুন পোশাকের উপর স্প্রে করলেই কিন্তু আবারও জামা সাদা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে৷ তাই বডি স্প্রে লাগানোর পর তা শুকনোর জন্য কিছুটা সময় দিন৷ এরপর পরুন জামা৷ এই নিয়ম মেনে চললে পোশাক নষ্ট হয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলতে পারে আপনার৷ এই নিয়ম মেনেও সমস্যা সমাধান না হলে বুঝতে হবে সমস্যা রয়েছে আপনার বডি স্প্রেতে৷ তাই প্রয়োজন হলে বদলান আপনার সুগন্ধী৷

Advertisement

[পুজোয় কুর্তি আর স্কার্টেই হয়ে উঠুন অনন্যা, রইল টিপস]

সুগন্ধী তো নয় বদলালেন, কিন্তু যে পোশাকটিতে দাগ লাগল ভেবে দেখেছেন তা পরিষ্কার করবেন কীভাবে? সে সমস্যারও সমাধান রয়েছে৷ এই সমস্যা থেকে মুক্তি পেতে বেশ কয়েকটি টিপস রইল আপনার জন্য৷ বাড়িতে এসে ঘামে ভেজা পোশাক আগেই শুকোতে দেবেন না৷ তার বদলে ঘাম লাগা অংশগুলি একটি নরম কাপড় বা টিস্যু পেপার দিয়ে মুছে নিন৷ তাতেও ঘেমো জায়গা শুকিয়ে না গেলে ব্যবহার করতে পারেন স্কিন টোনার৷ এরপর ওই পোশাকটি হাওয়ায় শুকিয়ে নিন৷ এই সহজ পদ্ধতিগুলি মেনে চললেই পোশাক নষ্ট হওয়ার দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন আপনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement