Advertisement
Advertisement

স্কাইপেও করতে পারবেন কল রেকর্ড, কি করে জানেন?

প্রতিবেদনটি পড়ে এখনই শিখে নিন৷

How to Record a Call in Skype
Published by: Tanujit Das
  • Posted:September 27, 2018 9:31 pm
  • Updated:September 27, 2018 9:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রযুক্তির সাহায্যে আরও দূরত্ব ঘুচেছে৷ দূরের আপনজনকে মুহূর্তের মধ্যে পাওয়া যাচ্ছে কাছে৷ ফোনের পাশাপাশি একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই দূরত্ব মিটিয়েছে স্কাইপ৷ সরাসরি ভিডিও কলের মাধ্যমে কথা বলা যাচ্ছে কয়েকশো বা কয়েক হাজার মাইল দূরে বসে থাকা ব্যক্তির সঙ্গে৷ আমেদাবাদের সঙ্গে যোগাযোগ গড়ে উঠছে আমেরিকার৷ আমতার বসে কথা বলা যাচ্ছে আফ্রিকায় উপস্থিত থাকা কোনও ব্যক্তি সঙ্গে৷ তবে জানেন কি, এই স্কাইপেও কল রেকর্ড করে রাখতে পারেন আপনি? কেমন ভাবে জানেন?

[স্মার্টফোনের ব্যাটারি লো? পকেটে রাখুন শক্তিশালী এই পাওয়ার ব্যাংকটি]

Advertisement

এই নয়া যোগাযোগের মাধ্যমকে ব্যবহার করে এখন বেশির ভাগ ব্যক্তি দূরের মানুষের সঙ্গে কথা বলছেন৷ মানুষের সঙ্গে দূরত্বকে মিটিয়ে দিয়েছে স্কাইপ৷ কেবল আপনজনের সঙ্গে কথা বলাই নয়, কর্মক্ষেত্রেও ব্যাপক ব্যবহার হচ্ছে এই অ্যাপের৷ অনেকক্ষেত্রে চাকরির ইন্টারভিউও হচ্ছে স্কাইপেতে৷ তবে, মানুষ মাত্রই দিনের পর দিন চাহিদা বাড়তেই থাকে৷ মনে হতেই পারে আপনি স্কাইপেতে যে কলটি করেছেন, সেটি যদি রেকর্ড করে রাখা যায়৷ এবার এসে গিয়েছে সেই সুযোগ৷ একটি নতুন ফিচার নিয়ে এসেছে স্কাইপ৷ যাতে কথা বলার সময় কল রেকর্ড করা যাবে। প্রয়োজনীয় তথ্য মজুত করা যাবে৷

[এবার ইনস্টাগ্রামেও শেয়ার করতে পারবেন অন্যের পোস্ট!]

কী করে করবেন? এক্ষেত্রে কম্পিউটার বা ফোনে প্রথমে ডাউনলোড করতে হবে স্কাইপ৷ কাউকে কল করতে কথা বলতে বলতে ‘+’ চিহ্নটি ক্লিক করতে হবে। এরপর ‘স্টার্ট রেকর্ডিং’ অপশনে ক্লিক করলেই শুরু হয়ে যাবে রেকর্ডিং৷ অ‍্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যাবে এই ফিচার৷ যার ফলে প্রয়োজনীয় তথ্য ও কথাবার্তা রেকর্ড করে রাখতে পারবেন ব্যবহারকারীরা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement