Advertisement
Advertisement

Breaking News

WhatsApp

লাগবে না থার্ড পার্টি অ্যাপ, সহজে এভাবেই দেখুন WhatsApp-এর মুছে দেওয়া মেসেজ

জেনে নিন খুঁটিনাটি।

How to read deleted message in WhatsApp without third party app | SangbadPratidin

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:March 3, 2024 7:28 pm
  • Updated:March 3, 2024 7:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যবহারকারীদের স্বার্থে নিত্য নতুন ফিচার নিয়ে হাজির হয় WhatsApp। এখন কাউকে মেসেজ পাঠানোর পর চাইলেই তা মুছে ফেলতে পারেন প্রেরক। প্রাপক মেসেজটি দেখতে না পেলেও বুঝতে পারেন, কিছু পাঠানো হয়েছিল, যা ডিলিট করা হয়েছে। ফলে প্রাপকের মনে কৌতুহল ভিড় করে। ভাবতে থাকেন, কী মেসেজ এসেছিল, যা মুছে দেওয়া হয়েছে। সমস্যা সমাধান এবার হাতের মুঠোয়। এবার থার্ড পার্টি অ্যাপের সাহায্য ছাড়াই সহজে আপনিও দেখতে পাবেন ডিলিটেড মেসেজ।

নিশ্চয়ই ভাবছেন ব্যাপারটা কী! কীভাবে এটা সম্ভব। তাহলে চলুন জেনে নেওয়া যাক, কীভাবে সহজেই দেখতে পাবেন ডিলিটেড মেসেজ। এক্ষেত্রে প্রথমে আপনাকে দেখে নিতে হবে আপনার ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন কী। যদি অ্যান্ড্রয়েড ভার্সন ১১ বা তার উপর হয়, তাহলেই আপনার ফোনে দেখা যাবে মুছে ফেলা মেসেজ।

Advertisement

[আরও পড়ুন: আসানসোলে প্রার্থী হতে নারাজ ‘ললিপপ’ গায়ক পবন সিং, মুখ পুড়ল বিজেপির!]

১. প্রথমে ফোনের সেটিংসে যান।
২. তার পর বেছেনিন নোটিফিকেশন।
৩. এর পর যান মোর সেটিংস বা অ্যাডভান্সড সেটিংস।
৪. এর পর যান নোটিফিকেশন হিস্টরিতে।
৫. স্ক্রিনে ভেসে ওঠা Toggle চালু করে দিন।

এর মাধ্যমে আপনি ফোনে গত ২৪ ঘণ্টায় যা যা নোটিফিকেশন পেয়েছেন তা দেখতে পাবেন। তার মধ্যেই থাকবে ডিলিটেড মেসেজও। প্রসঙ্গত, আগেও ডিলিটেড মেসেজ দেখা যেত। সেক্ষেত্রে ব্যবহার করতে হত থার্ড পার্টি অ্যাপ।

[আরও পড়ুন: ভালোবাসার কাছে গোহারা ব্যাধি! হাসপাতালে ওয়ার্ডের মধ্যেই বিয়ে সারলেন অমিত-সুচরিতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement