সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝেমধ্যেই দেখা যায় কোনও মেয়ে তলপেটের নিচ থেকে কোমর পর্যন্ত পেলভিসের ব্যথায় হঠাৎই কাবু হয়ে পড়েছে৷ এই অংশে থাকে হাড়, পেশি, লিগামেণ্ট, জরায়ু, ফ্যালোপিয়ন টিউব, গর্ভাশয়, মূত্রথলি, মলদ্বার, অ্যাপেনডিক্স৷ আর এগুলির কোনও একটির জন্যই পেলভিক পেন হতে পারে৷ আবার ঋতুস্রাবের ব্যথার জন্যও অনেকসময় কষ্ট হয়৷ সাধারণত পরবর্তী ঋতুস্রাব হওয়ার দু’সপ্তাহ আগে ডিম্বাণু নিঃসরণের সময়ে পেলভিক পেন হয়ে থাকে৷ কীভাবে মুক্তি পাবেন এই ব্যথা থেকে? পরামর্শ দিচ্ছেন পিয়ারলেস হসপিটালের বিশিষ্ট গাইনোকলজিস্ট ডা. রূপকরঞ্জন রায়৷ শুনলেন সোমা মজুমদার।
ব্যথা কখন হয়:
বিপদ যখন: পেলভিসে ব্যথার সঙ্গে ভ্যাজাইনাল ব্লিডিং৷ ঋতুস্রাবের সময় অস্বাভাবিক ব্যথা৷ সহবাসের পর রক্তক্ষরণ৷ মূত্র-মলের সঙ্গে ঘনঘন রক্তক্ষরণ ও সঙ্গে জ্বর৷
কেমন হবে চিকিৎসা:
যোগাযোগ: ৯০৩৮৭৫৫৪০৭
আরও পড়তে ক্লিক করুন
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.