Advertisement
Advertisement

Breaking News

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ স্টিকারেই পাঠান সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা, জেনে নিন বানাবেন কীভাবে

কয়েকটি সহজ ধাপ মেনেই তৈরি হয়ে যাবে আকর্ষণীয় স্টিকার।

How to create Republic Day special WhatsApp Stickers
Published by: Sulaya Singha
  • Posted:January 25, 2020 7:38 pm
  • Updated:January 25, 2020 7:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭১তম সাধারণতন্ত্র দিবসের জন্য সেজে উঠছে গোটা দেশ। ব্যতিক্রমী নয় সোশ্যাল মিডিয়াগুলিও। ভারতীয় নাগরিকরা যাতে একে অপরকে ২৬ জানুয়ারির শুভেচ্ছা জানাতে পারেন, তা জন্য তৈরি হয়েছে নয়া ইমোজিও। টুইটারে তেরঙ্গায় রঞ্জিত ইন্ডিয়া গেটের ইমোজিটি যেমন ব্যবহার করা যাবে ২৬ জানুয়ারি থেকে। পিছিয়ে নেই হোয়াটসঅ্যাপও। এবার গণতন্ত্রের এই বিশেষ দিনে বন্ধুবান্ধব-আত্মীয় পরিজনদের হোয়াটসঅ্যাপেই শুভেচ্ছা জানানো যাবে একেবারে অন্যভাবে। লিখে নয়, নানা ধরনের স্টিকার তৈরি করেই পাঠিয়ে দিতে পারবেন শুভেচ্ছা বার্তা।

বড়দিন থেকে বিজয়ার প্রণাম, উৎসবের আমেজে সেজে ওঠে হোয়াটসঅ্যাপ। না লিখে, শুধুমাত্র স্টিকার তৈরি করেই এই প্ল্যাটফর্মে বার্তা আদানপ্রদান করা এখন নয়া ট্রেন্ডে পরিণত হয়েছে। অ্যাপের মধ্যেই যেমন অনেক স্টিকার পাওয়া যায়, তেমনই গুগল প্লে স্টোর থেকে থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে ডাউনলোড করে নেওয়া যায় স্টিকার। কিন্তু নিজেই যদি বানিয়ে নিতে পারেন সাধারণতন্ত্র দিবস স্পেশ্যাল স্টিকার! তাহলে কেমন হবে? একেবারেই হাতি-ঘোড়া কিছু নয়। কয়েকটি সহজ ধাপ মেনেই তৈরি হয়ে যাবে সেই স্টিকার।

Advertisement

[আরও পড়ুন: মাদকের মতো নেশা, আইনজীবীর আবেদনে ফের ভারতে নিষিদ্ধ হতে পারে PUBG]

  • প্রথমেই হোয়াটসঅ্যাপের জন্য Sticker maker এবং আপনার স্মার্টফোনের জন্য Background Eraser অ্যাপ দুটি ইনস্টল করে ফেলুন।
  • এবার গ্যালারি থেকে একটি ছবি বেছে নিন কিংবা একটি ছবি তুলে নিন।
  • এবার Background Eraser অ্যাপটি খুলে ছবিটি PNG ফরম্যাটে সেভ করে নিন।
  • ওপেন করুন Sticker maker অ্যাপ। ‘+’ অপশনটি ক্লিক করে স্টিকারের মধ্যে ছবিটিকে ঢুকিয়ে দিন।
  • কাজ শেষ। এবার সেই স্টিকার যাকে ইচ্ছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন।

আরও একটি পদ্ধতিতে পেয়ে যেতে পারেন স্টিকার। এবার সেটির কথা বলা যাক।

[আরও পড়ুন: পেটিএম-গুগল পে’র সঙ্গে টক্কর, অনলাইন পেমেন্ট পরিষেবা চালু করল জিও]

  • হোয়াটসঅ্যাপ খুলে ইমোজির বোতামে ক্লিক করুন।
  • তিনটি আইকনের মধ্যে স্টিকার বেছে নিতে ক্লিক করুন তৃতীয় আইকনে।
  • এবার আরও স্টিকার সংগ্রহ করতে ক্লিক করুন ‘+’ এ।
  • এবার স্ক্রল করে নিচে নামলে দেখতে পাবেন ‘Get More Stickers’ অপশন।
  • এটিতে হাত ছোঁয়ালেই পৌঁছে যাবেন গুগল প্লে স্টোরে।
  • এবার ইচ্ছেমতো সাধারণতন্ত্র দিবসের যে কোনও স্টিকার ডাউনলোড করে নিন।
  • এবার হোয়াটসঅ্যাপ খুলে ‘+’ অপশনের মাধ্যমে জুড়ে দিন স্টিকারটি।
  • ব্যস, এবার শুভেচ্ছা জানাতে পাঠিয়ে দিন পছন্দের স্টিকারটি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement