Advertisement
Advertisement

Breaking News

প্রাক্তনের সঙ্গে কেমন সম্পর্ক রাখা উচিত, বলছে রাশিফল!

রাশিফল অনুযায়ী জেনে নিন, কেমন সম্পর্ক বজায় রাখতে পারেন আপনার প্রাক্তনের সঙ্গে৷

How do you maintain your relationship with your X?

ছবি: প্রতীকী।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 30, 2016 11:55 am
  • Updated:September 7, 2023 6:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন ব্যাপারটার মধ্যেই লুকিয়ে আছে অনেকগুলো না বলা কথা৷ অনেক অতীত, অনেক মুহূর্ত৷ প্রেম কেটে গেলে কিংবা সম্পর্ক ভেঙে গেলেও সেই মুহূর্ত সহজে ভোলা যায় না৷ ভোলা যায় না অতীতকে৷ আর তাই যে কোনও কারণেই হোক না কেন আমাদের জীবনে প্রাক্তনরা বরাবর একটা বিশেষ জায়গা দখল করে রাখে৷ কিন্তু বর্তমানে দাঁড়িয়ে প্রাক্তনের সঙ্গে আপনার সম্পর্ক কেমন? আজও তাঁর প্রতি আপনার ক্ষোভ রয়েছে নাকি সম্পর্ক ভাঙলেও তাঁর সঙ্গে আপনার রয়েছে বন্ধুত্ব অটুট?

রাশিফল বলে দিতে পারে আপনি ঠিক কেমন সম্পর্ক বজায় রাখতে পারেন আপনার প্রাক্তনের সঙ্গে৷ রাশিফল অনুযায়ী জেনে নিন, কেমন সম্পর্ক বজায় রাখতে পারেন আপনার প্রাক্তনের সঙ্গে৷

Advertisement

ক্যাপ্রিকর্ন, স্করপিও, ভার্গো, স্যাজিটেরিয়াস:

পুরনো দিন, পুরনো প্রেম এবং সম্পর্কের কথা এই রাশির জাতক-জাতিকারা মনে রাখতে চান না৷ তাই প্রাক্তন প্রেমিক বা প্রেমিকাদের এড়িয়ে যেতেই বেশি পছন্দ করেন৷

লিব্রা, অ্যাকোয়ারিয়াস, জেমিনি, পাইসেস:

প্রাক্তনের সঙ্গে বা অতীতের সঙ্গে কোনওরকম অশান্তিতে জড়াতে চান না এই রাশির জাতক-জাতিকারা৷ অতীতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই চলতে পছন্দ করেন৷ আর তাই প্রাক্তনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চান তাঁরা৷

এরিস, টরাস, ক্যানসার, লিও:

এই রাশির জাতক-জাতিকারা খুবই প্রতিহিংসাপরায়ণ হয়ে থাকেন৷ আর তাই কেউ তাঁদের আঘাত করলে বা সম্পর্ক ভাঙলে তাঁরা প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার ক্ষতি করতে চান৷ যে কষ্ট তাঁরা নিজেরা পেয়েছেন সেই কষ্ট তাঁরা অপর ব্যক্তিকেও দিতে চান৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement