Advertisement
Advertisement

বাবার বয়স-অভ্যাসও প্রভাব ফেলে সন্তানের শরীর-স্বাস্থ্যে

শিশুদের সিজোফ্রেনিয়া, অটিসম ও জন্মগত ত্রুটির জন্য বাবার বয়সও সমান দায়ী৷ শিশুর জন্মগত ত্রুটি ও বাবার বয়সের তুলনামূলক পরীক্ষার গবেষণায় সম্প্রতি প্রমাণিত হয়েছে এই যোগ৷

How a Father's Age Can Affect His Children
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 28, 2016 5:41 pm
  • Updated:June 12, 2018 2:53 pm  

রোশনি চক্রবর্তী:  মায়ের বয়েসের উপর সন্তানের শরীর-স্বাস্থ্য অনেকাংশে নির্ভর করে৷ এতদিন এই কথাই সর্বজন বিদিত ছিল৷ তবে শুধু মা নয় বাবার  বয়সও প্রভাব ফেলে সন্তানের উপর৷ শিশুদের সিজোফ্রেনিয়া, অটিসম ও জন্মগত ত্রুটির জন্য বাবার বয়সও সমান দায়ী৷ শিশুর জন্মগত ত্রুটি ও বাবার বয়সের তুলনামূলক পরীক্ষার গবেষণায় সম্প্রতি প্রমাণিত হয়েছে এই যোগ৷

বাবার ধূমপান ও মদ্যপানের অভ্যাস জন্মানোর আগেই শিশুটির ক্ষতি করতে পারে৷ এর সঙ্গে রয়েছে পরিবেশের প্রভাব৷ জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেণ্টারের গবেষকদের মত, জিনের কিছু অদলবদলের জন্যই এই ক্ষতি হতে পারে শিশুদের৷ বাবা ও মা দু’জনেরই স্বাস্থ্যের প্রভাব থেকে যায় শিশুটির জিনে৷

Advertisement

গবেষক জোয়ানা কিত্লিনসকা বলেন,  পুষ্টিগত, হরমোন সংক্রান্ত ও মায়ের মানসিক স্বাস্থ্য প্রত্যেকের যেমন প্রভাব রয়েছে গর্ভাবস্থায় থাকা শিশুটির বৃদ্ধির উপর৷ তেমনই বাবার জীবনযাপনের পদ্ধতিও প্রভাব ফেলে৷ এমনকী সন্তান ছাড়াও নাতি-নাতনির স্বাস্থ্যের সঙ্গে সম্পর্ক রয়েছে পুরুষদের ক্ষেত্রে৷ বেশি বয়সে বাবা হওয়া তাই খানিকটা বিপজ্জনক বলেই মনে করছেন বিজ্ঞানীরা৷

সন্তান ও নাতিপুতির ক্ষেত্রে হৃদযন্ত্রের রোগ হলেও তার জন্য বাবা কিংবা দাদুও দায়ী হতে পারেন৷ বাবার মানসিক স্বাস্থ্য ভাল থাকলে সন্তান হবে সুস্থ৷ বাবা মদ্যপ হলে খুব কম ওজন নিয়ে জন্মাতে পারে শিশুটি, মস্তিষ্কের আকার হতে পারে খুব ছোট, কমতে পারে বুদ্ধিদীপ্ততা৷ আমেরিকান জার্নাল অফ স্টেম সেলে সম্প্রতি এই গবেষণার তথ্য উঠে এসেছে৷ তাই ছোট থেকেই ছেলেদের ক্ষেত্রে নির্দিষ্ট খাদ্যতালিকা মেনে চলা প্রয়োজন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement