সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ডেট হোক বা সাক্ষাৎকার, মুখে দুর্গন্ধ থাকলে সবটাই মাটি। ইমেজ তখন ঝপ করে পড়ে যায়। হারিয়ে যায় আত্মবিশ্বাস। তাই ওটি দূর করা অবশ্য কর্তব্য। এর জন্য সবসময় কেমিক্যাল ব্যবহার করা যায় না। করা উচিতও নয়। তাই ঘরোয়া পদ্ধতিগুলি জেনে রাখা দরকার।
১) অ্যাপেল সাইডার ভিনিগার
১/৪ কাপ জলে ২ টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনিগার মেশান। ১৫ থেকে ২০ মিনিট সেই মিশ্রণ মুখে রাখুন। তারপর ফেলে দিন।
২) নারকেল তেল
এক চামচ ভর্তি করে নারকেল তেন নিন। তারপর সেটি দিয়ে অন্তত ২০ মিনিট মাউথওয়াশ করুন। দুর্গন্ধ চলে যাবে।
[ যোগাভ্যাসের মাধ্যমে কীভাবে বাড়াবেন যৌন ক্ষমতা ? ]
৩) ইউক্যালিপটাস তেল
দুর্গন্ধ দূর করার এটিও অন্যতম প্রাকৃতিক উপায়। এই তেল দিয়ে মুখ পরিষ্কার করলে দুর্গন্ধ দূর হয়।
৪) আদা
শুধু দুর্গন্ধ দূর করতেই নয়। মুখকে পরিষ্কার রাখতেও সাহায্য করে আদা।
৬) গ্রিন টি
এমনিতে গ্রিন টিয়ের অনেক গুণ। তার মধ্যে একটি হল দাঁতের ব্যাকটেরিয়া দূর করা। ফলে স্বাভাবিকভাবেই মুখের দুর্গন্ধ কমে যায়।
৭) আঙুরের বীজ
মুখের জন্য এটি পারফিউমের কাজ করে। গ্রিন টিয়ের মতো এটিও মুখের ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে।
৮) লেবুর রস ও দই
মুখের ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে লেবুর রস। সেই সঙ্গে দই দিলে সেটি উপকারী ব্যাকটেরিয়াকে মুখের মধ্যে রেখে দেয়।
[ শুধু যৌনতা নয়, বৈবাহিক সম্পর্কে বেশি জরুরি এই পাঁচটি বিষয় ]
৯) বেকিং সোডা ও লেবুর রস
এই মিশ্রণ দিয়ে মুখ পরিষ্কার করলে দুর্গন্ধ দূর হয়।
১০) নুন জল
দিনে দু’বার করে নুন জলে মুখ পরিষ্কার করুন। দুর্গন্ধ চলে যাবে।
১১) পেয়ারা
দাঁতের সমস্যা সামলাতে সবচেয়ে বেশি উপকার করে পেয়ারা। শুধু তাই নয়, দাঁতের যে কোনও সমস্যায় পেয়েরা উপকারী।
১২) এলাচ ও দারুচিনি
এলাচ ও দারুচিনি এমনিতেই সুগন্ধী। এছাড়া দারুচিনি তেল ব্যাকটেরিয়া নষ্ট করতে সাহায্য করে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.