Advertisement
Advertisement

Breaking News

ঘরোয়া উপায়ে এভাবেই সারিয়ে ফেলুন আঁচিল

এই টিপস আপনার কাজে লাগবেই৷

Home remedies to destroy warts
Published by: Sayani Sen
  • Posted:February 10, 2019 9:01 pm
  • Updated:February 10, 2019 9:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আঁচিলের সমস্যায় কি আপনি জেরবার? আপনার কি মুখ-সহ শরীরের বিভিন্ন অংশেই আঁচিল রয়েছে? কোনও কিছুতেই আঁচিলের হাত থেকে কি রেহাই পাচ্ছেন না? চিকিৎসকের কাছে গিয়েও সুফল মেলেনি? নিরাশ হবেন না৷ বরং ঘরোয়া পদ্ধতিতে নিমেষেই সারান আঁচিল৷ আর বিরক্তি থেকে রেহাই পান৷ আপনার জন্য রইল কয়েকটি টিপস৷

[নতুন বছরে কপাল ফেরাতে বাড়িতে লাগান এই গাছগুলি]

ভিনিগার: ঘরোয়া পদ্ধতিতে আঁচিল সারানোর জন্য ভিনিগারের মতো উপকারী আর কিছুই হতে পারে না৷ ভিনিগার দিয়ে একটি তুলো ভিজিয়ে নিন৷ সারারাত ধরে আঁচিলের উপর ওই ভেজা তুলো লাগিয়ে রাখুন৷ পাঁচদিন ধরে এভাবে আঁচিলে ভিনিগারে ভেজানো তুলো লাগিয়ে দেখুন৷ পরেরদিন ঘুম থেকে উঠেই দেখবেন আঁচিল উধাও৷

Advertisement

VINEGAR

[সর্দি-কাশিতে জেরবার? রোগ সারাতে বাড়িতেই বানান কফ সিরাপ]

অ্যালোভেরা: চিকিৎসকদের দাবি, ত্বকে জীবাণু সংক্রমণের জেরেই আঁচিল হয়৷ তাই এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার ত্বকে আক্রমণকারী জীবাণুর বিনাশ প্রয়োজন৷ আর এই জীবাণুকে ধ্বংস করে ব্রহ্মাস্ত্রের মতো কাজ করতে পারে একমাত্র অ্যালোভেরা৷ কারণ এতে থাকে ম্যালিক অ্যাসিড যা জীবাণুর বংশ ধ্বংস করতে সাহায্য করে৷ হাতে করে অ্যালোভেরা নিয়ে প্রতিদিন আঁচিলের উপর লাগান৷ অ্যালোভেরা শুকিয়ে গেলেই দেখবেন আঁচিল গায়েব৷

ALOVERA

বেকিং পাউডার: সামান্য পরিমাণ বেকিং পাউডার নিন৷ তাতে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল দিন৷ এবার একটি মিশ্রণ তৈরি করুন৷ আঁচিলের উপর লাগিয়ে দিন ওই মিশ্রণ৷ সারারাত রাখুন৷ দু-তিনদিন এভাবেই মিশ্রণটি নিয়ম করে লাগান৷ এরপর একদিন ঘুম থেকে উঠে আপনি অবাক হতে বাধ্য৷ কারণ আপনার চোখের নিমেষেই ততক্ষণে গায়েব হয়ে গিয়েছে বিরক্তিকর আঁচিল৷

[ঘরোয়া উপায়ে বাড়িতেই তৈরি করুন পারফিউম]

BAKING Powder

কলার খোসা: আপনি কি কলা খেতে ভালবাসেন?  মনের সুখে কলা খান কোনও সমস্যা নেই৷ বরং তা ত্বকের জন্য উপকারী৷ তবে কলা খেয়ে খোসা ফেলার কথা ভুলেও ভাববেন না৷ জানেন কি বিরক্তিকর আঁচিলকে তাড়াতে কলার খোসার যথেষ্ট গুরুত্ব রয়েছে৷ প্রতিদিন নিয়ম করে আঁচিলের উপরে কলার খোসার ভিতরের অংশটি ঘসুন৷ দিনকয়েকের মধ্যেই দেখবেন যা চাইছিলেন, তাই হয়েছে৷

[টবের দিন শেষ, নষ্ট হয়ে যাওয়া জিনসে তৈরি করুন বাগান]

BANANA-PEEL
রসুন: যেকোনও ত্বকের সমস্যা থেকে রেহাই পেতেই রসুন ব্যবহার করা যায়৷ আঁচিল তাড়াতেও রসুনের জুড়ি মেলা ভার৷ কয়েক কোয়া রসুন নিন৷ এবার তা মিহি করে বেটে ফেলুন৷ লাগান আঁচিলের উপর৷ কয়েকদিনের মধ্যেই তফাতটা দেখতে পাবেন নিজের চোখেই৷ তাই আর দেরি না করে আঁচিল তাড়াতে আজই এই ঘরোয়া টোটকার ব্যবহার শুরু করুন৷

[অন্তর্বাস পরিষ্কার করবেন কীভাবে?]

Garlic

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement