ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরকে (Room) সুগন্ধে ভরিয়ে রাখার প্রবণতা রয়েছে অনেকেরই। আপনারও কী এই অভ্যাস রয়েছে? কিন্তু তা ঠিক না ভুল বুঝতে পারছেন না, তাই তো? কলম্বিয়া ইউনিভার্সিটির গবেষণা বলছে একজন মানুষ সারাদিন কমপক্ষে ২০ হাজার বার শ্বাস নেন। আর যতবার শ্বাস নেন, ততবার কোনও না কোনও গন্ধ তাঁর নাকে পৌঁছয়। সুতরাং আপনার বাড়ি যদি সুগন্ধে ভরা থাকে, তবে সেই গন্ধই পান তিনি। যা আপনাকে এক অন্যরকম অনুভূতি দিতে সাহায্য করে। শুধু অনুভূতিই নয় আপনার ঘরকে সুগন্ধে ভরিয়ে রাখার অন্য অনেক সুফল রয়েছে, চলুন তা জেনে নেওয়া যাক।
করোনা (Coronavirus) পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া বাইরে বেরনো মানা। ভাইরাসের ভয়ে গৃহবন্দি সকলে। জীবনযাত্রায় বদল আসার ফলে মনমেজাজ অনেকেরই ভাল নেই। এই সময়ে তাই আপনার মুডকে তরতাজা রাখার জন্য বাড়িতে সুগন্ধীর কোনও বিকল্প নেই। সুগন্ধীর ব্যবহার আপনার বাড়ির প্রত্যেক সদস্যের মনমেজাজ অনেক বেশি চনমনে থাকবে বলেই দাবি বিশেষজ্ঞদের।
বেড়াতে গিয়ে হোটেলে রাত কাটানোর অভ্যাস আপনার নিশ্চয়ই রয়েছে। কিংবা ধরুন রেস্তরাঁয় আসা যাওয়াও নতুন নয়। সেখানেও সুগন্ধী ব্যবহার করতে দেখা যায়। বিশেষজ্ঞদের দাবি, বাড়ি ছেড়ে অন্যত্র আপনার মনকে থিতু করার জন্য সুগন্ধীর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গবেষণা বলছে, অফিসে সুগন্ধীর ব্যবহার প্রত্যেক কর্মীর দক্ষতা ৫৪ শতাংশ পর্যন্ত বাড়িয়ে তুলতে পারে। একজন কর্মীকে কাজে মনোযোগী করে তোলার ক্ষেত্রেও সুগন্ধীর কোনও বিকল্প নেই। লেবুর সুগন্ধী এক্ষেত্রে বেশি উপযোগী।
বাড়ি, অফিস-সহ যেকোনও জায়গায় সুগন্ধীর ব্যবহার ব্যাকটেরিয়া-সহ অন্যান্য পোকামাকড়ের উপদ্রবও কমায়। তাই আপনার বাড়িকে সারাক্ষণ সুগন্ধীতে ভরিয়ে রাখুন। তাহলেই দেখবেন আরও সুন্দর হয়ে উঠেছে আপনার চারপাশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.