Advertisement
Advertisement

Breaking News

Washing Tips

দামি পোশাক ড্রাই ক্লিন করতে চান? লন্ড্রি নয়, বাড়িতেই কেচে ফেলুন, রইল সহজ টিপস

পোশাকের ক্ষতি এড়াতে বাড়িতেই কেচে ফেলুন।

Washing tips for expensive clothes | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 17, 2022 5:11 pm
  • Updated:September 17, 2022 5:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকেই দামি পোশাক, দামি শাড়ি বাড়িতে না কেচে লন্ড্রিতে দেন ড্রাই ক্লিনিংয়ের জন্য। কারণ, বেশ কিছু পোশাকের কাপড় ঠিক জলে ভিজিয়ে কাচার মতো নয়। তবে খুব সহজে বাড়িতেই লন্ড্রির মতো জামাকাপড় কাচতে পারেন (Washing Tips)। 

কাপড় কাচার আগে প্রথমে কয়েকটা জিনিসের দিকে নজর রাখা প্রয়োজন।

Advertisement

১) পোশাক কাচার আগে দেখে নিন লেবেলে কী লেখা রয়েছে। শুধুমাত্র ড্রাই ক্লিনিং লেখা থাকলে অবশ্যই একটু অন্যভাবে জামাকাপড় কাচতে হবে।

২) সব সময়ই চেষ্টা করুন মাইল্ড ডিটারজেন্ট দিয়ে কাপড় কাচতে। এতে পোশাক দীর্ঘদিন ভাল থাকবে।

৩) কাপড় কাচার সময় ঠান্ডা জল ব্যবহার করুন। গরমজলে কাচলে তাড়াতাড়ি নষ্ট হয় জামা কাপড়।

৪) দামি পোশাক কখনই সরাসরি সূর্যের আলোয় শুকোতে দেবেন না। এতে কাপড়ের রং নষ্ট হয়।

৫) পোশাক বা শাড়ি কখনও দড়িতে শুকোতে দেবেন না। বরং হ্যাঙার ব্যবহার করুন। এতে পোশাক ভাল থাকবে।

[আরও পড়ুন:পুজোর আগে ঘর সাফাই করেও ক্লান্ত হবেন না, মেনে চলুন এই ৮ টিপস]


কীভাবে কাচবেন–

বাজারে এখন খুব সহজেই পাবেন স্টিমার ক্লিনার এবং লিকুইড ডিটারজেন্ট। খুব একটা দামও নয়। দামি পোশাক কাচার ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। প্রথমে পোশাকটিকে হ্যাঙারে টান টান করে ঝুলিয়ে নিন। তারপর স্টিমার ক্লিনারে মাইল্ড ডিটারজেন্ট ভরে নিন। যদি শাড়ি কাচতে চান, তাহলে মাটিতে লম্বা করে পেতে নিয়ে ক্লিনিং স্টিমার দিয়ে প্রেস করতে থাকুন। দেখবেন খুব সহজেই পোশাক পরিষ্কার হয়ে গিয়েছে।

লন্ড্রিতে অনেক সময়ই ড্রাই ক্লিনিংয়ের জন্য কেমিক্যাল ব্যবহার করা হয়। এক্ষেত্রে পোশাকের ক্ষতি হয়। তাই চেষ্টা করুন লন্ড্রিতে কাপড় না দিয়ে নিজেই বাড়িতে পোশাক কেচে নিতে। ওয়াশিং মেশিনে কাপড় কাচতে হলে সব সময়ই ডেলিকেট অপশনে বেছে নেবেন। চেষ্টা করবেন মাইল্ড ডিটারজেন্ট ব্যবহার করতে।

[আরও পড়ুন: পিঁয়াজের খোসা ফেলে দেবেন না, বরং কাজে লাগান এভাবে, রইল টিপস]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement