Advertisement
Advertisement

Breaking News

Vastu Tips

নতুন বছরের প্রথম দিনে এই কাজগুলি করতে ভুলবেন না, লক্ষ্মী থাকবে আপনারই ঘরে

বাস্তুশাস্ত্র মতে এই কাজগুলি করলেই কেল্লাফতে!

Vastu tips for your home to welcome New Year । Sangbad Pratidin

ফাইল চিত্র

Published by: Sayani Sen
  • Posted:December 31, 2023 5:32 pm
  • Updated:December 31, 2023 5:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরনো বছর ভালো গেল নাকি মন্দ, তা নিয়ে হিসাবনিকেশের শেষ নেই। তারই মাঝে হাজির নতুন বছর। আর্থিক শ্রীবৃদ্ধি থেকে সুখসমৃদ্ধি যেন কোনও কিছুতেই খামতি না হয়, তা চান সকলে। কিন্তু কোন কোন কাজ করলে বাড়বে সমৃদ্ধি। বাস্তুশাস্ত্র মতে এই কাজগুলি করতে ভুলবেন না।

  • নতুন বছরের প্রথম দিনে ঘুম থেকে উঠে পরিষ্কার জামাকাপড় পরুন। বাড়ির উত্তর পূর্ব দিকে যান। ভগবানকে প্রণাম করুন।
  • বাড়ির পূর্ব দিকে যান। আগামী বছর কী কী করতে চান, তা ঝটপট লিখে রাখুন।
  • বাড়ির মূল দরজায় স্বস্তিক চিহ্ন আঁকুন। জানলায় কোনও ভারী বস্তু রাখবেন না।
  • বছরের প্রথম দিনে বাড়ি পরিষ্কার করে ফেলুন। আবর্জনা, অব্যবহার্য জিনিসপত্র যেন বাড়ির চৌহদ্দিতে না থাকে, সেদিকে খেয়াল রাখতে ভুলবেন না।

[আরও পড়ুন: শীতের রাতেও বেডরুমে থাকবে প্রেমের উষ্ণতা, যদি ঘরটি সাজান এই উপায়ে]

  • নতুন বছরের প্রথম দিনে কমলা, হলুদ, গোলাপি, লাল কিংবা সোনালি রংয়ের পোশাক পরুন। ভুলেও নীল অথবা সাদা রংয়ের জামাকাপড় পরবেন না।
  • অবশ্যই নতুন বছরে কোনও মিষ্টি খাবার রান্না করুন। তা প্রসাদ হিসাবে ভগবানকে নিবেদন করুন।
  • ভাগ্য ফেরাতে চাইলে নতুন বছরের প্রথম দিনে অবশ্যই গাছ লাগান।
  • বছরের প্রথম দিনে লটারি কাটবেন না। ধূমপান, মদ্যপান থেকে বিরত থাকুন। বাড়ির কেউ এসব করলে তাঁকে বারণ করুন।
  • নতুন বছরে গাড়ি কেনার পরিকল্পনা থাকলে প্রথম দিনেই স্বপ্নপূরণ করুন।
  • বাড়ির উত্তর কিংবা দক্ষিণ পূর্ব দিকে রাখুন অ্যাকোয়ারিয়াম। অথবা কোনও গাছ কিংবা ফুলের ছবিও রাখতে পারেন।
  • বাড়িতে শান্তি চাইলে পূর্ব দিকে গুরুজনদের ছবি রাখুন।

বাস্তুশাস্ত্র মতে এই কাজগুলি করলেই কেল্লাফতে! লক্ষ্মী সারাবছর বাঁধা থাকবেন আপনার ঘরে। ধনৈশ্বর্যে ভরে উঠবে আপনার গেরস্থালি।

Advertisement

[আরও পড়ুন: অনিদ্রায় ভুগছেন? বিছানার চাদরেই মিলবে ঘুমের হদিশ, কীভাবে? রইল টিপস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement