Advertisement
Advertisement

Breaking News

Lifestyle News

ঘরজুড়ে স্যাঁতসেঁতে গন্ধ? ৪ উপায়ে খুব সহজেই দূর করুন

ঘরোয়া উপায়ে দূর করতে পারেন বর্ষার গন্ধ।

try this four tricks to bring freshness to your smelly room| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 21, 2023 9:15 pm
  • Updated:September 21, 2023 9:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকাল থেকেই আকাশ মেঘলা। বৃ্ষ্টি চলছে, চলবে। এমন অবস্থায় ঘরের ভিতর সব সময়ই একটা স্যাঁতসেঁতে গন্ধ। বুঝতেই পারছেন না কীভাবে দূর হবে। চটজলদি এই গন্ধ দূর করতে রুম স্প্রে ব্যবহার করছেন। কিন্তু সমস্যা দূর হচ্ছে না। চিন্তা নেই। খুবই সহজেই ঘরোয়া উপায়ে দূর করতে পারেন বর্ষার গন্ধ। কীভাবে?

১) স্য়াঁতসেঁতে গন্ধ দূর করতে ঘরের একটি উঁচু জায়গায় বাটিতে কিছুটা ভিনিগার ঢেলে রেখে দিন। দেখবেন ভিনিগার ঘরের গন্ধ শুষে নেবে। ঘরে একটা ফ্রেশভাব আসবে।

Advertisement

২) বাজারে সুগন্ধি মোমবাতি কিনতে পাওয়া যায়। সেই মোমবাতি জ্বালিয়ে রাখুন। দেখবেন ঘর থেকে গন্ধ দূর হবে।

[আরও পড়ুন: বাড়ির ছাদে মিনারেলস্‌ওয়ালা ওয়াটার ট্যাঙ্ক, সিলভার পি ফোর ইন্টারন্যাশনাল লাগান]

৪) বৃষ্টির সময়ে জানলা বন্ধ রাখলেও থেমে গেলে জানলা খুলে দিন। ঘরে মুক্ত হাওয়া আসতে দিন। এতে বাইরের ঠান্ডা হাওয়া এসে ভ্যাপসা ভাবটা অনেকটা কেটে যাবে।

৪) জানলা-দরজার পর্দা থেকেও গন্ধ ছড়াতে পারে। বর্ষায় সপ্তাহে এক বার করে পর্দা কেচে নিন। প্রয়োজনে পর্দায় রুম স্প্রে ব্যবহার করুন। দেখবেন ঘরে সুন্দর গন্ধ খেলা করবে।

[আরও পড়ুন: রান্নাঘরের ভিতরে ভুলেও এই কাজগুলি করবেন না, সাবধান করলেন বাস্তু বিশেষজ্ঞ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement